বুথ লক্ষ্য করে গুলি কেন্দ্রীয় বাহিনীর! শীতলকুচিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়
ঠিক কী ঘটেছিল সেদিন? ঘটনাস্থলে ফরেনসিক ব্যালেস্টিক টিম।
নিজস্ব প্রতিবেদন: শীতলকুচিকাণ্ডে পুলিসের হাতে চাঞ্চল্যকর তথ্য। সেদিন বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। দরজা ভেদ করে গুলি লাগে ব্ল্যাকবোর্ডে! তেমনই অনুমান CID-র। জানা গিয়েছে, ব্ল্যাকবোর্ডে একটি চিহ্ন পাওয়া দিয়েছে। সেটি গুলির চিহ্ন বলে মনে করা হচ্ছে। ঠিক কী ঘটেছিল? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
দেখতে দেখতে দু'মাসের বেশির সময় পেরিয়ে গিয়েছে। ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। গণ্ডগোল থামাতে গিয়ে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় শুরু হয়।