ফোনে প্রতারণার শিকার নুসরতের স্বামী নিখিল জৈন, গুজরাত থেকে প্রতারককে ধরে আনল পুলিস

সাংসদ নুসরত জাহাঁর স্বামী নিখিল জৈন। তাঁকে ৪৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে গুজরাত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। 

Updated By: Sep 30, 2019, 07:55 PM IST
ফোনে প্রতারণার শিকার নুসরতের স্বামী নিখিল জৈন, গুজরাত থেকে প্রতারককে ধরে আনল পুলিস

নিজস্ব প্রতিবেদন: সাংসদ নুসরত জাহাঁর স্বামী নিখিল জৈন। তাঁকে ৪৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে গুজরাত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। 

 

ঘটনার সূত্রপাত একটি ফোন কল থেকে। ফোনে বেসরকারি টেলিকম সংস্থার ভিভিআইপি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ললিত বাহাদুর নামে এক ব্যক্তি। বিনিময়ে ৪৫,০০০ টাকা চান তিনি। অনলাইনে সেই টাকা ললিতকে পাঠিয়ে দেন নিখিল। কিন্তু তার পরই যোগাযোগ বন্ধ করে দেন ললিত। 

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিসের দ্বারস্থ হন নিখিল। দায়ের করেন অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গুজরাত থেকে ললিতকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, একটি চেক বই ও একটি ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। 

কংগ্রেসের সদর দফতরে বিমান বসু, তবে কি...

অনলাইন ও ফোনে প্রতারণার ঘটনা প্রতিদিন বাড়ছে। প্রতারণার হাত থেকে বাঁচতে গ্রাহকদের লাগাতার সচেতন করে ব্যাঙ্কগুলি। তার পরও যে অনলাইন প্রতারণা থেকে নিস্তার নেই, তার প্রমাণ নিখিলের ঘটনা। 

Tags:
.