বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ার অনুমোদন নয়, জানালেন পরিবহণ মন্ত্রী

অ্যাপ ক্যাব চলছে, সোমবার থেকে সংখ্যা বাড়বে, তবে অটো চলাচল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, জানিয়েছেন শুভেন্দু অধিকারী

Updated By: May 16, 2020, 07:21 PM IST
বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ার অনুমোদন নয়, জানালেন পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: বেসরকারি বাস পরিষেবা শুরু হচ্ছে আগামি সপ্তাহ থেকে।  তবে বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ায় অনুমোদন নয়, সাফ জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী।  সরকারি বাস পরিষেবা আরও বাড়ানো হবে। পাশাপাশি ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে। সন্ধে ৭টা পর্যন্ত বাস চলাচল করবে। শনিবার এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

কী বলেছেন পরিবহণ মন্ত্রী, দেখে নিন একনজরে

* বেসরকারি বাস, মিনিবাসের ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি
* বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়ায় অনুমোদন নয়
* সরকারি বাস পরিষেবা আরও বাড়ানো হবে
* ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে
* সন্ধে ৭টা পর্যন্ত বাস চলাচল করবে
* ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হবে
* কনটেনমেন্ট জোনের বাইরে ট্যাক্সি পরিষেবা শুরু হবে
* অ্যাপ ক্যাব চলছে, সোমবার থেকে সংখ্যা বাড়বে, তবে অটো চলাচল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়
* স্বাস্থ্যবিধি নিয়ে কোনও সমঝোতা করা হবে না
* যাত্রীরাও এ বিষয়ে সহযোগিতা করছেন

.