অসমের নাম করে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ দিলীপের
দিলীপবাবুর দাবি, 'ওরা যে বেআইনি কাজ করছে সেটা ওদের দলের লোকেরাই বলে দিয়েছেন। অসম তৃণমূলের সভাপতি-সহ অন্যান্য নেতারা পদত্যাগ করেছেন।'
নিজস্ব প্রতিবেদন: শিলচরে তৃণমূল প্রতিনিধি দলকে পুলিসি হেনস্থার অভিযোগে শনি ও রবিবার পশ্চিমবঙ্গে কালা দিবসের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূলের এই কর্মসূচিকে নেহাত গিমিক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন জি ২৪ ঘণ্টাকে টেলিফোনিক সাক্ষাত্কারে দিলীপবাবু বলেন, 'অসমে এনআরসির খসড়া তালিকা প্রকাশের পর কোথাও কোনও অশান্ত হয়নি। বাংলায় কোথাও কিছু হয়নি। তা সত্বেও তৃণমূল উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। কেন কালা দিবস সেটাই তো বুঝতে পারছি না।'
দিলীপবাবুর দাবি, 'ওরা যে বেআইনি কাজ করছে সেটা ওদের দলের লোকেরাই বলে দিয়েছেন। অসম তৃণমূলের সভাপতি-সহ অন্যান্য নেতারা পদত্যাগ করেছেন।'
তৃণমূলের মতলব নিয়ে প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেন, 'ওদের ওখানে কে যেতে বলেছে? আর ওখানে যাওয়ার পর বাঙালিরা ওদের স্বাগত জানায়নি। অসমিয়ারাও ওদের সাহায্য করেনি।'
দিলীপ ঘোষের অভিযোগ, 'অসমে নাগরিকপঞ্জির তালিকা প্রকাশ নিয়ে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। এটা নেহাত গিমিক।'
শিলচরে নিগ্রহ! শনি-রবি রাজ্যজুড়ে কালাদিবসের ডাক তৃণমূলের, সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা
গত সোমবার অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশের পরই বিজেপির বিরুদ্ধে 'বাঙালি খেদাও' ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মঙ্গলবার দিল্লিতে গিয়ে এর জেরে গৃহযুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার অসমের কাছাড় জেলায় প্রতিনিধিদল পাঠায় তৃণমূল। শিলচর বিমানবন্দরে অবতরণের পর আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদের।
এর পরই অসম পুলিসের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, দেশে সুপার ইমার্জেন্সি লাগু করেছে মোদী সরকার। বৃহস্পতিবার শিলচরের ঘটনার প্রতিবাদে শনি ও রবিবার পশ্চিমবঙ্গে কালা দিবস পালিত হবে বলে শুক্রবার ঘোষণা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।