Howrah: একাধিক বাড়িতে আগুন-ভাঙচুর-বোমাবাজি, দুষ্কৃতী তাণ্ডবে জ্বলছে পাঁচলা, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা

ভয়ে এলাকা ছাড়া বাসিন্দারা। যারা এখনও রয়েছেন তাঁদের অভিযোগ, পুলিসের সামনেই হামলা চালানো হয়েছে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিস। নির্বিচারে লুঠপাট, ভাঙচুর, আগুন লাগানো হয়েছে।

Reported By: বিক্রম দাস | Updated By: Jun 11, 2022, 02:57 PM IST
Howrah: একাধিক বাড়িতে আগুন-ভাঙচুর-বোমাবাজি, দুষ্কৃতী তাণ্ডবে জ্বলছে পাঁচলা, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা

বিক্রম দাস: শুক্রবারের পর শনিবার সকাল থেকে জ্বলছে হাওড়ার পাঁচলা। অভিযোগ, একাধিক বাড়ি, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে। কার্যত তাণ্ডব চালানো হয়েছে। ঘরছাড়া বহু মানুষ।

শুক্রবারও একই ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পাঁচলা। কোনও প্ররোচনা ছাড়াই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। স্তস্ত্র বাসিন্দারা। এরই মধ্যে শনিবার সকালে ফের একটা দলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হঠাৎ করে হামলা চালায়া একটা অংশের মানুষ। কার্যত শ্মশানে পরিণত করা হয় এলাকাকে। একাধিক বাড়ি, দোকানে আগুন  লাগিয়ে দেওয়া হয়। কোনও কারণ ছাড়াই ভাঙচুর করা হয়। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ভয়ে এলাকা ছাড়া বাসিন্দারা। যারা এখনও রয়েছেন তাঁদের অভিযোগ, পুলিসের সামনেই হামলা চালানো হয়েছে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিস। নির্বিচারে লুঠপাট, ভাঙচুর, আগুন লাগানো হয়েছে।

আরও অভিযোগ, ঘটনার পর ঘণ্টাখানের পর এলাকায় পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে বহু বাড়ি। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ারও অভিযোগ উঠেছে। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিস। আগেই সোমবার পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই জেলায় ১২ জন শীর্ষ পুলিস কর্তাকে পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

প্রসঙ্গত, মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। বৃহস্পতিবার সকালে প্রথমে অঙ্কুরহাটিতে অবরোধ করা হয়। এরপর তা বাড়তে থাকে। সন্ধের মধ্যে ১০৬ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। এরপর শুক্রবার সকালে থেকেই উত্তপ্ত হয়ে যায় পার্কসার্কাস, উলুবেড়িয়া, পোর্টের কাচ্চি সড়ক রোড। সেভেন পয়েন্টে জমায়েতের জেরে সংলগ্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। বোমাবাজির অভিযোগও ওঠে। একাধিক স্টেশনে ট্রেনও দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.