Odlabari: 'কমলবনে মত্ত গজরাজ' নয়; চা-বাগানে বুনো হাতি! সাময়িক আতঙ্কের পরে স্বস্তি
মঙ্গলবার রাতে তারঘেরা জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে বেরিয়েছিল। এসে পৌঁছয় বাবুজোত এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: চা-বাগানে আটকে পড়েছিল তিনটি হাতি। বনকর্মীদের চেষ্টায় কয়েকঘণ্টা পরে তাদের ফেরানোও সম্ভব হয়।
মালবাজার মহকুমার বাবুজোত এলাকার ঘটনা। বুধবার ভোরেই বাবুজোত এলাকার মানুষজন দেখতে পান, বাবুজোত এলাকায় ওদলাবাড়ি চা-বাগানের মধ্যে ঘোরাঘুরি করছে তিনটি হাতি। এর মধ্যে একটি শাবকও রয়েছে। রাজ্য সড়কের পাশে চা-বাগানের মধ্যে হাতি চলে আসায় মানুষজন হাতি দেখতে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তারঘেরা জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে বেরিয়েছিল। তারা এসে পৌঁছয় বাবুজোত এলাকায়। ভোরের আলো ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য সব হাতি জঙ্গলে ফিরে গেলেও দলছুট হয়ে কোনও ভাবে এই তিনটি হাতি চা-বাগানের মধ্যে আটকে পড়ে। পরে তাদেরই দেখতে পান এলাকার সাধারণ মানুষ।
এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন তারঘেরা বন দফতরের কর্মীরা। অনেকক্ষণ ধরে চেষ্টার পরে অবশেষে হাতি তিনটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা।
আরও পড়ুন: Jalpaiguri: গেম খেলতে পরিবারের বারণ, 'অভিমানে' আত্মঘাতী কিশোর