বিষতেলের প্রকোপে মরল মাছ, ক্ষুব্ধ এলাকাবাসী

নদীর জল ও জলে ভাসমান তেলের নমুনা পরীক্ষা করা হবে জানিয়েছে মৎস্য দফতর।

Updated By: Jan 31, 2021, 07:36 PM IST
 বিষতেলের প্রকোপে মরল মাছ, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদন: শীতের সকাল। কিছু মানুষ এমনই হাঁটা লাগিয়েছেন স্থানীয় নদীর দিকে। কিন্তু নদীপাড়ে পৌঁছেই তাঁদের চক্ষু চড়কগাছ। রাশি রাশি মাছ মরে ভেসে উঠেছে! বিষয়টি কী ভাবে ঘটল দেখতে গিয়েই তাঁরা আবিষ্কার করেন, জলের উপরিভাগে তেলের মতো কিছু একটা ভাসছে। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কুর্তি নদীতে। 

কেন মরল মাছ? 

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা বিষাক্ত কোনও তেল ঢেলে দিয়েছে কুর্তি নদীর (kurti river) জলে। এখন নদীর জল কম। ফলে ছোটবড় প্রচুর নদীয়ালি মাছ (river fish) সেই তেলের বিষক্রিয়ায় মরে ভেসে উঠেছে। রয়েছে পুঁটি, বরেলি, ট্যাংরা জাতীয় বহু রকম সুস্বাদু মাছ। সব মাছই বিরল ও দামি। 

Also Read: খাবারের লোভ দেখিয়ে পিটিয়ে মারা হল কুকুর, প্রতিবাদে এলাকাবাসী

ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় অসাধু কিছু মৎস্য ব্যবসায়ীই (fish merchant) এটা ঘটিয়েছে। তারাই বিষতেল (poisonoil) ঢেলে মাছ মেরে সকালে তা তুলে নিয়ে বাজারে বেচে দিয়েছে। এলাকাবাসীর দাবি, রবিবার এলাকায় হাটও বসে। সেখানে এইসব মাছের ভাল দাম পাওয়া যায়। তাই এই কাণ্ড। তবে বহু সাধারণ মানুষও নদীতে নেমে এদিন মৃতমাছ সংগ্রহ করেন বলে জানা গিয়েছে।

 

পরিবেশপ্রেমী (environment-lover) স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে দোষীদের খুঁজে বের করতে হবে। তাঁরা এই মর্মে মেটেলি বিডিও-র (meteli bdo) কাছে অভিযোগও জানিয়েছেন। বিডিও তাঁদের বলেছেন, ঘটনার তদন্ত হবে। স্থানীয় মৎস্য দফতরেও তাঁরা এ নিয়ে অভিযোগ জানান। মৎস্য দফতর জানিয়েছে, নদীর জল ও জলে ভাসমান তেল পরীক্ষা করা হবে।

Also Read: তিস্তাপারের বৃত্তান্ত: প্রতিশ্রুতির বন্যা রুখতে পারেনি নদীর বন্যা, ভোটমরসুমে ক্ষুব্ধ কৃষকেরা

.