জগদ্দলে জুটমিল শ্রমিককে লক্ষ্য করে গুলির ঘটনায় ধৃত ১

টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে পুরনো শত্রুতার জেরেই হামলা বলে মনে করছে পুলিস।

Updated By: Sep 10, 2019, 08:11 PM IST
জগদ্দলে জুটমিল শ্রমিককে লক্ষ্য করে গুলির ঘটনায় ধৃত ১

নিজস্ব প্রতিবেদন : টার্গেট ছিল জগদ্দল জুট মিলের এক শ্রমিক। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে প্রতিবেশী মহিলার পায়ে। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস।

ভাটপাড়া থানার অন্তর্গত জগদ্দলের কলাবাগান এলাকা। সোমবার রাতে এখানেই বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন জগদ্দল জুট মিলের শ্রমিক বীরেন্দ্র মণ্ডল। সেই সময় অন্ধকারে আচমকা পিছন থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে বন্দুকের বাট দিয়ে বীরেন্দ্রর মাথায় মারে দুষ্কৃতীরা। মারের চোটে ফেটে যায় বীরেন্দ্রর মাথা। এরপর বন্দুক তাক করতেই এক দুষ্কৃতীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে বীরেন্দ্র। তখনই বীরেন্দ্রকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা।

আরও পড়ুন, শিমুলিয়া মাদ্রাসায় মহিলাদের হাতে জঙ্গি প্রশিক্ষণ! আসাদুল্লার গ্রেফতারিতে সিঁটিয়ে ডাঙাপাড়াবাসী

তবে লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি। গুলি লাগে মমতাজ বেগম নামে এক মহিলার পায়ে। বীরেন্দ্র এবং মুমতাজ দুজনেই বর্তমানে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি। কিন্তু কেন হামলা চালানো হল বীরেন্দ্রর উপর? প্রাথমিক তদন্তের পর টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে পুরনো শত্রুতার জেরেই হামলা বলে মনে করছে পুলিস। ঘটনার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিস

.