মত্ত অবস্থায় ঝড়ের গতিতে বাইক ছুটিয়ে মৃত্যু ডেকে আনল যুবক!

মারিশদার পশ্চিম ধাঁদালিবাড়ের বাসিন্দা লক্ষ্মীন্দর ও তাঁর বন্ধু চিন্ময় বুধবার মধ্যরাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বের হন।

Updated By: Nov 8, 2018, 11:11 AM IST
মত্ত অবস্থায় ঝড়ের গতিতে বাইক ছুটিয়ে মৃত্যু ডেকে আনল যুবক!

 নিজস্ব প্রতিবেদন: ঠাকুর দেখে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।  গুরুতর আহত বাইকে থাকা অপর আরোহীও। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার তেডুবি সাতমাইল রাস্তায়। মৃতের নাম লক্ষ্মীন্দর মণ্ডল।

আরও পড়ুন: অনুষ্ঠান সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় ফের মৃত্যু গায়কের!

জানা গিয়েছে, মারিশদার পশ্চিম ধাঁদালিবাড়ের বাসিন্দা লক্ষ্মীন্দর ও তাঁর বন্ধু চিন্ময় বুধবার মধ্যরাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বের হন। দুই যুবকই মত্ত ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাঁদের বাইকের গতিবেগও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল।

আরও পড়ুন: মাংস কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে স্বামীকে দুই মেয়ের সঙ্গে যে অবস্থায় দেখলেন...

বৃহস্পতিবার রাতে   কুয়াশা আর বাজির ধোঁয়ায় রাস্তার দৃশ্যমানতা কিছুটা কমে গিয়েছিল। কিছু পরোয়া না করেই মত্ত অবস্থায় দুই যুবক বাইক নিয়ে ঝড়ের গতিতে যাচ্ছিলেন। সামনে কিছু দেখতে না পেয়ে আচমকাই জোরে ব্রেক কষেন লক্ষ্মীন্দর। গাড়ি পাল্টি খেয়ে রাস্তার অপর প্রান্তে চলে যায়। রাস্তার ধারে পড়ে থাকা ইটে সজোরে ধাক্কা লাগে লক্ষ্মীন্দরের মাথা। তাঁর মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  স্থানীয়রাই চিন্ময়কে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করান। তাঁরও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।

.