নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই জেলার বিজেপি নেতাকে সরকারি বাংলো ছেড়ে দিতে বলল জেলা প্রশাসন। ডিসেম্বরেই ওই বাংলোটি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তখনও তিনি তা ছাড়েননি। এমনটাই খবর জেলা প্রশাসন সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্গাপুর ইস্পাত নগরীর অন্ড্রু প্লেসের A11/2 নম্বর বাংলোয় থাকেন এবার বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব আসনের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। ২০১৮ সালে বাংলোটিতে তাঁকে থাকতে দেওয়া হয়। সেসময় তিনি ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(SBSTC) চেয়ারম্যান। ২০২০ সালের ১৯ ডিসেম্বর ওই পদ তিনি ছেড়ে দেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ছাড়েন। কিন্তু বাংলো ছাড়েননি।


আরও পড়ুন-Private Hospital এ Vaccine দিতে ১৫০ টাকার বেশি Service Charge নয়, স্পষ্ট বার্তা Modi-র


জেলা প্রশাসন সূত্রে খবর, গত ডিসেম্বর মাসে দীপ্তাংশুবাবুকে ওই বাংলোটি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু তার পরেও তিনি সেখানেই থাকছিলেন। সোমবার জেলা প্রশাসনের নির্দেশে দুর্গাপুর(Durgapur) মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা ওই বাংলোয় আসেন।



উল্লেখ্য, বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এখন যে বাংলোতে থাকেন সেটি দুর্গাপুর ইস্পাত প্রকল্পের  নিজস্ব বাংলো হলেও সেটি রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। ফলে এই বাংলো  রক্ষনাবেক্ষণের দায়িত্ব আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। দুর্গাপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা এদিন ওই বাংলোয় আসলেও কর্নেল দীপ্তাংশু চৌধুরী বাড়িতে না থাকায় ফিরে যান।


আরও পড়ুন-করোনা আবহে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর


এনিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, এই সিদ্ধান্ত একেবারে রাজনৈতির প্রতিহিংসমূলক। ভোটে জেতার পর তৃণমূল নেতৃত্ব বিজেপি কর্মীদের ঘরছাড়া করছে। এখন এই সিদ্ধান্ত। কিন্তু ওদের জানা নেই যে বাংলাটি সেল-এর। রাজ্যের নয়। এক্ষেত্রে দিদির কোনও এক্তিয়ার নেই। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)