পাহাড়ে পুরভোট চলছে শান্তিতেই
পাহাড়ে পুরভোট চলছে শান্তিতেই। কোথাও সেভাবে কোনও গন্ডগোলের খবর নেই। ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ। একনজরে পাহাড়ে পুরভোটের হালহকিকত-
ওয়েব ডেস্ক : পাহাড়ে পুরভোট চলছে শান্তিতেই। কোথাও সেভাবে কোনও গন্ডগোলের খবর নেই। ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ। একনজরে পাহাড়ে পুরভোটের হালহকিকত-
দার্জিলিং-
পুরভোট ঘিরে সরগরম কুইন অফ হিলস। পাহাড়ের ৪টি পুরসভার মধ্যে দার্জিলিং পুরসভা সবচেয়ে বড়। সে অর্থে, এই প্রথম ভোট হচ্ছে পাহাড়ে। ২০১১ সালের পুরভোটে পাহাড়ের ৮৪টি ওয়ার্ডের মধ্যে ৭৯টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল মোর্চা। এবার চ্যালেঞ্জ ছুঁড়ছে তৃণমূল-GNLF জোট। পৃথক ভাবে লড়ছে হরকা বাহাদুরের গোর্খা জন আন্দোলন পার্টি। ৩২ ওয়ার্ডের দার্জিলিং পুরসভায় সব আসনে প্রার্থী দিয়েছে GJM এবং JAP। আসন ভাগাভাগি করে লড়ছে তৃণমূল- GNLF জোট। ১৯টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। ১২ ওয়ার্ডে GNLF প্রার্থী। মোর্চার ঘরেই প্রতিদ্বন্দ্বী। দার্জিলিংয়ের ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রোশন গিরির বোন পারুল। তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
কালিম্পং-
কালিম্পংয়ে ভোট হচ্ছে নির্বিঘ্নেই। জেলা হিসাবে আত্মপ্রকাশের পর কালিম্পংয়ে এই প্রথম পুরভোট। পুর নির্বাচনে রাস্তা, জল, আলো, নিকাশির দাবিতে সরব কালিম্পংবাসী। নতুন জেলা গঠনের কৃত্বিত্ব দাবি করছেন গোর্খা জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী। তৃণমূলের দাবি, প্রশাসনিক তত্পরতাতেই নতুন জেলা কালিম্পং। ২৩ ওয়ার্ডের কালিম্পং পুরসভা। সব ওয়ার্ডেই GJM এবং JAP প্রার্থী। তৃণমূল আর GNLF জোট বেঁধে লড়াইয়ে। ১৯ ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। ৩টি ওয়ার্ডে GNLF প্রার্থী।
কার্সিয়ং-
কার্সিয়ংয়ে আজ পুরভোট। পাহাড়ের স্কুল টাউনে মোর্চা-তৃণমূল জোর টক্করের সম্ভাবনা। এর আগে গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার ডাকা বনধে ভাল সাড়া মেলেনি কার্সিয়ং থেকে। ২০১৬ সালের বিধানসভা ভোটে কার্সিয়ংয়ের ১০টি ওয়ার্ডে এগিয়েছিল শাসকদল। গত এক বছরে পাহাড়ে অনেকটা শক্তি বাড়িয়েছে তৃণমূল। মোর্চার অস্ত্র, গোর্খাল্যান্ড আবেগ। তৃণমূলের বাজি উন্নয়ন। ২০ ওয়ার্ডের কার্সিয়ং পুরসভায় সব আসনে লড়ছে মোর্চা। সব আসনে লড়ছে হরকার জাপ। জোট বেঁধে লড়ছে তৃণমূল-GNLF। ১৪ ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। ৫ ওয়ার্ডে GNLF প্রার্থী।
মিরিক-
পাহাড়ের ৪ পুরসভা ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মিরিক। ২০১১ সালে পাহাড়ের মোট ৮৪টি ওয়ার্ডের মধ্যে ৭৯টি পুরসভা বিনাযুদ্ধে দখল করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। ওই পুরভোটে ফাইট দিয়েছিল শুধুমাত্র মিরিক। মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে মোর্চাকে লড়ে জিততে হয়েছিল। পাহাড়ে তৃণমূল শক্তি বাড়ানোর পর, এবারও পুরভোটে সবচেয়ে উত্তাপ মিরিকে। ৯ ওয়ার্ডের মিরিক পুরসভা। সব ওয়ার্ডেই GJM এবং JAP এর প্রার্থী। তৃণমূল-GNLF জোট করে লড়ছে। ৫ ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। ৪ ওয়ার্ডে GNLF প্রার্থী।
আরও পড়ুন, পুরভোটে রায়গঞ্জের করোনেশন হাইস্কুলে উত্তেজনা, মারধর
আরও পড়ুন, পুরভোটের শুরুতেই উত্তপ্ত ডোমকল, অস্ত্র হাতে রাস্তায় দুষ্কৃতী, বোমাবাজি