চাঁদা নিয়ে গন্ডগোলে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ, তুলকালাম নিমতা

নিমতার কল্যাণী রোডে বাঁশ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পুজো কমিটির লোকজন 

Updated By: Sep 30, 2019, 10:57 AM IST
চাঁদা নিয়ে গন্ডগোলে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ, তুলকালাম নিমতা

নিজস্ব প্রতিবেদন: পুজোর চাঁদা নিয়ে গন্ডগোলের জেরে তুলকালাম নিমতা। রাস্তায় নেমে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে বেধে যায় এলাকার মানুষজনের। অবরুদ্ধ হয়ে পড়ে নিমতার কল্যাণী রোড।

আরও পড়ুন-মমতা মেরেছে-ধরেছে বলে কাঁদুনি গাইবেন না, বুথ-সংগঠন বিস্তারের নির্দেশ নাড্ডার

স্থানীয়দের অভিযোগ, চাঁদা চাইতে গেলে স্থানীয় পুজো কমিটির সদস্যদের সঙ্গে অভব্য আচরণ করেন এলাকার এক ব্যক্তি। কমিটির লোকজন এর প্রতিবাদ করলে ওই গৃহকর্তা কমিটির লোকজনের ওপরে চড়াও হন। এখানেই শেষ নয়, নিমতা থানায় অভিযোগও করেন তিনি। থানায় বলা হয়, তাঁকে হুমকি দিয়ে গিয়েছে কিছু মত্ত লোকজন। এর পরই নাকি কমিটির লোকজনদের শাসিয়ে যায় পুলিস।

পুলিসের শাসানির প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ করেন পুজো কমিটির লোকজন-সহ স্থানীয় মানুষজন। নিমতার কল্যাণী রোডে বাঁশ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে চলে আসে পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল লাঠিচার্জ শুরু করে পুলিস।

আরও পড়ুন-বন্যায় দেশজুড়ে মৃত শতাধিক, বিহার জারি রেড অ্যালার্ট, কেন্দ্রের সাহায্য চাইলেন নীতীশ

পুজো কমিটির সদস্যদের অভিযোগ, বহুদিন ধরে এলাকার যুবকদের বিভিন্নভাবে হেনস্থা করছে পুলিস। তুচ্ছ কারনে তুলে নিয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে পুলিসে করা এফআইআর তুলে নেওয়ার দাবি জানান কমিটির লোকজন। এতে কোনও কান দেয়নি পুলিস। এরপরই শুরু হয় লাঠিচার্জ।

এদিকে, সপ্তাহের প্রথম দিনে রাস্তা অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। প্রবল অসুবিধেয় পড়ে যান মানুষজন।

.