চাকরি দেওয়ার নামে প্রতারণা! ঠাকুরনগরে প্রাক্তন প্রভাবশালী নেতার বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের

পুলিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ধ্যানেশ গুহ-র নামে টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়

Updated By: Jul 17, 2021, 06:13 PM IST
চাকরি দেওয়ার নামে প্রতারণা! ঠাকুরনগরে প্রাক্তন প্রভাবশালী নেতার বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদন: চাকরি দেওয়ার নামে বিপুল টাকা তোলার অভিযোগ। ঠাকুরনগরে এলাকার এক প্রভাবশালী নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন।

বিক্ষোভকারীদের দাবি, ঠাকুরনগরের একসময়ের প্রভাবশালী নেতা ধ্যানেশ নারায়ণ গুহ এলাকার অন্তত পঞ্চাশ জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। সেই চাকরি হয়নি। এখন টাকা ফেরত চাইলে উল্টে হুমকি দিচ্ছেন। এনিয়ে সিআইডি তদন্তের দাবি করতে হবে। শনিবার ধ্যানেশ নারায়ণের বাড়ির সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন-মারধর করে সর্বস্ব লুঠ, সাতসকালে মহেশতলায় বাড়ির কাছ থেকেই উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ 

উল্লেখ্য, একসময় সিপিএম করতেন ধ্যানেশ নারায়ণ। পরে তিনি যোগ দেন তৃণমূলে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিও ছিলেন। সামলেছেন কর্মাধ্যক্ষের পদও। পরে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। তবে বিজেপির তরফে ধ্যানেশ তাদের দলের কর্মী নয় বলে জানানো হয়েছে।

ধ্যানেশ গুহর বিরুদ্ধে ওইসব অভিযোগ উড়িয়ে দেন তাঁর স্ত্রী কণা গুহ। তিনি বলেন,হঠাৎ কেন আজ এ সমস্ত অভিযোগ হচ্ছে?  নরোত্তম বিশ্বাসের নেতৃত্বে এসব করছে কিছু দুষ্কৃতী। একটা বড়সড় চক্রান্ত চলছে।

আরও পড়ুন-মেধাবী পড়ুয়ার মর্মান্তিক পরিণতি! পাঁচ বছর ধরে শিকলবন্দি বাঁকুড়ার যুবক  
 
অন্যদিকে, নরোত্তম বিশ্বাস-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে মানুষগুলো প্রতারিত হয়েছে তাদের দুষ্কৃতী বলার সাহস উনি পাচ্ছেন কোথা থেকে? সাধারণ মানুষের টাকা ফেরত দিন ধ্যানেশ গুহ।

অন্যদিকে, পুলিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ধ্যানেশ গুহ-র নামে টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.