NRC-র তথ্য সংগ্রহের গুজবে তুলকালাম হরিহরপাড়া, ২ মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ জনতার

পুলিস সূত্রে খবর,  ইন্টারনেট সাথী প্রকল্পের অন্তর্গত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করছিলেন দুই মহিলা

Updated By: Jan 4, 2020, 09:26 PM IST
NRC-র তথ্য সংগ্রহের গুজবে তুলকালাম হরিহরপাড়া, ২ মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ জনতার

নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জীর তথ্য সংগ্রহ করা হচ্ছে এরকম গুজবে তোলপাড় মুর্শিদাবাদের হরিহরপাড়া। দুই মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল এলাকার মানুষজন। হেনস্থা করা হয় একজনের বৃদ্ধা মাকে।

আরও পড়ুন-নাসিক থেকে ঢুকছে পেঁয়াজ, এক ধাক্কায় অনেকটাই কমবে দাম

শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার ২ কর্মী গ্রামে গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছিলেন। এতেই এনআরসি নিয়ে তাঁরা তথ্য সংগ্রহ করছেন বলে এলাকায় গুজব রটে যায়। এরপরই ধুন্ধুমার।  শয়ে শয়ে মানুষ  জমায়েত হন ধরমপুর গ্রামে জেসমিনা খাতুন ও রাকিবা খাতুন নামে ওই দুই মহিলার বাড়িতে। চড়তে থাকে উত্তেজনার পারদ।

ওই খবর ধরমপুরে আসপাশের গ্রাম সহ হরিহরপাড়ার অন্যন্যে গ্রামেও ছড়িয়ে পড়ে। জড়ে হতে থাকে আরও লোকজন। উত্তেজিত জনতা ওই দুই মহিলার বাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে। খবর যায় থানায়। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিহর থানার পুলিস। এর মধ্যেই ঘর থেকে পালিয়ে বাঁচেন ওই ২ মহিলা।

আরও পড়ুন-সভাপতি ঘোষণার আগে দিলীপের ছবিতে সাজছে রাজ্য দফতর, তবে কি তিনিই ফিরছেন?  

পুলিস সূত্রে খবর,  পুলিস সূত্রে খবর,  ইন্টারনেট সাথী প্রকল্পের অন্তর্গত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করছিলেন দুই মহিলা। আর তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

.