Petrol Price Hike: বেলাগাম জ্বালানির দাম, জেলায় জেলায় সেঞ্চুরি পার ডিজেলের
মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: লাগামছাড়া দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। প্রতিদিনই মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। রবিবারও বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আইওসিএলের প্রকাশিত দর অনুযায়ী পেট্রোল ডিজেলের দুই জ্বালানি তেলের দামই ৩৫ পয়সা করে বাড়ানো হয়েছে।
এই দাম বৃদ্ধির জেরে কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৩ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ১১ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা। জানান হয়েছে, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে চলেছে। এর ফলে ভারতের জ্বালানির এমন মূল্যবৃদ্ধি।
এদিকে, কলকাতায় পেট্রোল সেঞ্চুরি হাঁকালেও ডিজেল ১০০ এর দোরগোড়ায়। কিন্তু রাজ্যের সাত জেলায় ইতিমধ্যেই একশোর গণ্ডি পার করেছে ডিজেল। ঝাড়গ্রামেও সেঞ্চুরি ডিজেলের। সেখানে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১৬ পয়সা। ঝাড়গ্রামে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৮ টাকা ৯৪ পয়সা।
আরও পড়ুন, Weather Today: আংশিক মেঘলা আকাশ শহরের, হাল্কা শীতের আমেজ রাজ্যজুড়ে
পুরুলিয়াতেও একশো পেরলো ডিজেল। ডিজেলের দাম সেখানে লিটার প্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা। উত্তরবঙ্গেও মহার্ঘ জ্বালানি। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা ৬৪ পয়সা। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৫২ পয়সা। কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদেও ডিজেলের দাম ১০০ পার করেছে। মুর্শিদাবাদে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৯ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ৩৩ পয়সা।
অন্যদিকে, দিল্লিতে পেট্রোল ১০৭ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ৯৫ টাকা ৯৭ পয়সা। চেন্নাইতে ডিজেলের দাম প্রতি লিটার ১০০.২৫ টাকা এবং পেট্রোলের দাম ১০৩.৯২ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১৩ টাকা ১২ পয়সা ও ডিজেল বিক্রি হচ্ছে ১০৪ টাকা দরে। তবে পেট্রোপণ্যের এহেন লাগামছাড়া দাম কমাতে কেন্দ্রীয় সরকারের তরফে পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের সচিবের তরফে জানানো হয়েছে, তারা একটি গ্রুপ তৈরি করতে চলেছেন। চাহিদা ও বাজারদর বিবেচনা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী দিনে।