প্রথম দফার ভোটের আগের দিন-ই রাজ্যে ফের মোদী, বালুরঘাটে তৃতীয় জনসভা

২৩ মে পশ্চিমবঙ্গ থেকে ২৩টি আসন নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Updated By: Mar 28, 2019, 02:22 PM IST
প্রথম দফার ভোটের আগের দিন-ই রাজ্যে ফের মোদী, বালুরঘাটে তৃতীয় জনসভা

নিজস্ব প্রতিবেদন : প্রথম দফার ভোটের আগের দিন-ই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগের দিন ১০ এপ্রিল রাজ্যে আসছেন মোদী। ১০ তারিখ বালুরঘাটে জনসভায় যোগ দেবেন তিনি। ভোট মরশুমে এটি রাজ্যে মোদীর তৃতীয় জনসভা। বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, ৩ এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন-ই ২টি সভায় যোগ দেবেন মোদী। এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেদিন দুপুরে প্রথমে শিলিগুড়িতে একটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, দুপুর ১টায় শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। তারপর, সেদিন-ই ব্রিগেডে জনসভায় যোগ দেবেন মোদী। বেলা ৩টেয় ব্রিগেডের সভায় যোগ দেওয়ার কথা তাঁর।  

আরও পড়ুন, তৃণমূল প্রার্থীর 'নামে' গোবর লেপে দিলেন বিজেপি কর্মী, সমর্থকরা!

উল্লেখ্য, ২৩ মে পশ্চিমবঙ্গ থেকে ২৩টি আসন নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যজুড়ে জোর কদমে প্রচার শুরু করেছেন বিজেপি নেতা, কর্মীরা। এবার লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ বাংলা।

আরও পড়ুন, অনুব্রতর মন্তব্য লজ্জাজনক, তৃণমূলকে চিঠি দিয়ে জানাল কমিশন

পশ্চিমবঙ্গে পদ্মবাগান তৈরির লক্ষ্যে মরিয়া বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রণনীতি থেকে প্রচারকৌশল সবেতেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০১৮-র শেষভাগ থেকেই দফায় দফায় রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা। এবার একেবারে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালেই ৩টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী নিজে।

.