Narendra Modi: 'বাংলার এই দুর্দশা কে করল'? কংগ্রেস-সিপিএম-তৃণমূলকে একযোগে নিশানা মোদীর...

শেষ দফার ভোটের আগে বাংলায় মোদী। আগামী শনিবার সপ্তম দফায় ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। বারাসাত কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সমর্থনে অশোকনগরে সভা করলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার।

Updated By: May 28, 2024, 04:33 PM IST
Narendra Modi: 'বাংলার এই দুর্দশা কে করল'? কংগ্রেস-সিপিএম-তৃণমূলকে একযোগে নিশানা মোদীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'বাংলার এই দুর্দশা কে করল'? ভোটবঙ্গে তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। সঙ্গে কংগ্রেস ও  সিপিএমকেও। বললেন, 'কেন্দ্র সরকার সবরকমভাবে রাড্য সরকারকে করছে। ভারত উন্নয়নের রাস্তা হাঁটছে। এই উন্নয়নের সবচেয়ে মজবুত স্তম্ভ পূর্ব ভারত। গত দশ বছরে বিজেপি সরকার পূর্ব ভারতের জন্য় যত খরচ করেছে, এত খরচ বিগত ৬০-৭০ বছরে হয়নি'।

আরও পড়ুন:  Narendra Modi Vs Abhishek Banerjee: মোদীর ৩ দিনে হোটেল খরচ ৮০ লাখ! বিজেপির পাল্টা অভিষেকের ৮ হাজারি টি শার্ট

শেষ দফার ভোটের আগে বাংলায় মোদী। আগামী শনিবার সপ্তম দফায় ভোট হবে কলকাতা ও দুই ২৪ পরগনায়। বারাসাত কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তাঁর সমর্থনে অশোকনগরে সভা করলেন প্রধানমন্ত্রী। কবে? আজ, মঙ্গলবার।

মোদী বলেন, 'স্বাধীনতার আগে একটা সময় ছিল, যখন সারা দেশ থেকে লাখো লাখো মানুষ বাংলায় কাজ করতে আসত। আজ বাংলায় বেশিরভাগ কারখানা বন্ধ। যুবকরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। জানতে চাই, বাংলার এই দুর্দশা কে করল'? তাঁর কথায়, 'প্রথমে কংগ্রেস বাংলাকে লুটেছে, তারপর বামেরা লুটেছে। টিএমসি তো দু'হাতে লুঠছে। কংগ্রেস-সিপিএম-টিএমসি, তিনজনেই বাংলার কাছে অপরাধী'। 

এদিকে লোকসভা বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের শরিক বাম ও কংগ্রেসও। মোদী বলেন, 'সিপিএমকে ভোট দিলে, টিএমপির পক্ষেই যাবে। সিপিএম ও কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এখানকার মুখ্যমন্ত্রী তো ঘোষণাও করে দিয়েছে, দিল্লিতে এদের সাহায্য় করবে। বাংলার মানুষ পর্দার পিছনে খেলাটা বুঝে ফেলেছে। তাই পশ্চিমবাংলার একটি আওয়াজ উঠছে, ফের একবার মোদী সরকার'।

বাদ যায়নি ঘুর্ণিঝড় রিমালের প্রসঙ্গও। মোদী বলেন, 'আমরা সবাই মিলে ঝড়ের মোকাবিলা করেছি। ঝড়ের দিকে ভারত সরকারের নজর ছিল। আমি খোঁজখবর নিচ্ছিলাম। NDRF ভালো কাজ করেছে'।

আরও পড়ুন:  Chalsa Station: পর্যটকদের স্বাগত জানায় অর্কিড, ডুয়ার্সে রয়েছে এমন রেল স্টেশন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.