Shantiniketan: ওয়ার্ল্ড হেরিটেজ 'শান্তিনিকেতন'; 'প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের', ট্যুইট মোদীর..
রিয়াধ কনফারেন্সে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো। আনন্দিত ও গর্বিত' মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে শুভেচ্ছার প্লাবন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ 'শান্তিনিকেতন'। 'এটা প্রত্যেক ভারতীয়র কাছে গর্বের', ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'আনন্দিত ও গর্বিত' মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে শুভেচ্ছার প্লাবন!
আরও পড়ুন: Shantiniketan: ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় এবার কবিগুরুর শান্তিনিকেতন
শতবর্ষ অতিক্রান্ত। ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল এবং ১৯২১ সালে বিশ্বভারতীর পথ চলা শুরু। দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৫১ সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়ের স্বীকৃতি পায় বিশ্বভারতী। এদিন রিয়াধ কনফারেন্সে শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো।
Delighted that Santiniketan, an embodiment of Gurudev Rabindranath Tagore's vision and India's rich cultural heritage, has been inscribed on the UNESCO World Heritage List. This is a proud moment for all Indians.t.coUm0UUACsnk
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
Glad and proud that our Santiniketan, the town of Gurudev Rabindranath Tagore, is now finally included in UNESCO's World Heritage List. Biswa Bangla's pride, Santiniketan was nurtured by the poet and has been supported by people of Bengal over the generations. We from the…
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2023
এদিকে ইউনেস্কোর হেরিটেজের তালিকায় যে নাম উঠতে পারে শান্তিনিকেতনের, তার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এদিন এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না। বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী'। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মতে, 'প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের মুহূর্ত। শান্তিনিকেতন নামের সঙ্গেই শিক্ষা ও উৎকর্ষতা জড়িয়ে আছে'।
আরও পড়ুন: Train Cancel: বাতিল একগুচ্ছ ট্রেন, ভোগান্তি যাত্রীদের