Canning Murder: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনে প্রথম গ্রেফতার, বড় সাফল্য পুলিসের
জানা গিয়েছে, কয়েকদিন আগেই খুনের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী হামলাকারীদের আগে পৌঁছয় আফতাফউদ্দিন।
![Canning Murder: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনে প্রথম গ্রেফতার, বড় সাফল্য পুলিসের Canning Murder: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনে প্রথম গ্রেফতার, বড় সাফল্য পুলিসের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/09/381828-canning-murder.jpg)
পিয়ালি মিত্র: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনের ঘটনায় প্রথম গ্রেফতার। ধৃতের নাম আফতাফউদ্দিন। কুলতলি থেকে গ্রেফতার। পুলিস সূত্রে খবর, ধৃত ব্যক্তিই আততায়ীদের কাছে স্বপন মাজিদের লোকেশন পৌঁছে দিচ্ছিল।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই খুনের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী হামলাকারীদের আগে পৌঁছয় আফতাফউদ্দিন। এই অভিযুক্ত স্বপন মাজিদের বাইকের সঙ্গে সঙ্গেই যাচ্ছিল এবং আততায়ীদের লোকশন জানাচ্ছিল এরপরই হামলা চালানো দুষ্কৃতীরা। শনিবারই ধৃত আফতাফউদ্দিনকে আদালতে পেশ করবে পুলিস। তাকে হেফাজতে চাওয়া হবে। তারপর ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিস। সূত্রের খবর, যে ছ’জনের নামে এফআইআর হয়, সেখানে ধৃতের নাম ছিল না। তবে ওই গ্রুপটাকে আরও কয়েকজন সাহায্য করেছিল বা কয়েকজন ষড়যন্ত্রে সামিল ছিল বলে সন্দেহ করছিল পুলিস।
ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন স্বপন মাজিরা, তার উল্টোদিক থেকে একটি বাইকে করে আসে আততায়ীরা। রাস্তা আটকে দাঁড়ায় স্বপনদের। প্রথমে স্বপনকে গুলি করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর বাকি দু’জনকে খুনের পর পালায় অভিযুক্তরা। একজন বাইকে করে পালায়। অন্য তিনজন মাঠ দিয়ে দৌড়ে পালায়।
পুলিস মনে করছে, আগে থেকে মাঠের পাশে বসে অপেক্ষা করছিল ওই আততায়ীরা। ওই রাস্তা দিয়েই যে স্বপনরা মিটিংয়ে যাবেন, আগে থেকে তার খবর ছিল দুষ্কৃতীদের কাছে। একটি বাইকে করে আসে চারজন।