Sitalkuchi: সাতসকালেই চাঞ্চল্য, শীতলকুচি থানায় উদ্ধার পুলিসকর্মীর ঝুলন্ত দেহ

খবর পেয়ে থানায় ছুটে আসেন মাথাভাঙা মহকুমার একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পি শেরপা

Updated By: Aug 12, 2021, 11:54 AM IST
Sitalkuchi: সাতসকালেই চাঞ্চল্য, শীতলকুচি থানায় উদ্ধার পুলিসকর্মীর ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদন: থানা চত্বর থেকেই উদ্ধার হল পুলিসকর্মীর ঝুলন্ত দেহ। এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হল শীতলকুচি থানায়।

বৃহস্পতিবার সকালে শীতলকুচি থানার পেছনের বাগান থেকে উদ্ধার হয় ওই পুলিস কর্মীর ঝুলন্ত দেহ। হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন নৃপেন বর্মন নামে ওই ব্যক্তি। বাড়ি শীতলকুচি এলাকাতেই।

আরও পড়ুন-Delhi: রাজধানীতে যৌন নির্যাতনের শিকার ৬ বছরের শিশু কন্যা, গ্রেফতার অভিযুক্ত

খবর পেয়ে থানায় ছুটে আসেন মাথাভাঙা মহকুমার একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পি শেরপা। তিনি এসে গাছ থেকে নৃপেন বর্মনের মৃতদেহ নামানোর ব্যবস্থা করেন। মৃতদেহ ভালোভাবে পরীক্ষা করে দেখেন তিনি।

আরও পড়ুন-Coronavirus: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১,১৯৫, মৃত্যু ৪৯০ জনের

থানায় মৃতদেহটি সনাক্ত করেন নৃপেন বর্মনের শ্যালক অজিত রায়। হোমগার্ডের মৃত্যু সম্পর্কে কিছু বলতে চাননি পি শেরপা। তবে অজিত বর্মন বলেন, কী কারণ এমন ঘটনবা ঘটল তা বুঝতে পারছি না। উনি সম্পর্কে আমার জামাইবাবু। একজন হোমগার্ড খবর দেন জামাইবাবু গলায় দড়ি দিয়েছে। বাড়িতে কোনও অশান্তিও হয়নি। অন্যদিনের মতোই স্বাভাবিকভাবেই অফিসে বেরিয়েছিলেন বলে জানতে পারছি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.