অশোকনগরে অবরোধ তুলতে পুলিসের লাঠিচার্জ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিস।  পরে অবরোধ উঠে যায়।

Updated By: Mar 5, 2019, 01:13 PM IST
অশোকনগরে  অবরোধ তুলতে পুলিসের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদন:  পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র অশোকনগর। ৫ ঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত পুলিসও। পুলিসকে লক্ষ্য করে চলে বেপরোয়া ইটবৃষ্টি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের। ঘটনাস্থলে র্যাফ।

 

মঙ্গলবার সকালে অশোকনগরের সুরিয়া মোড়ে একটি দশ চাকা লরির  সঙ্গে বাইকের  সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লরি চালক। বাইককে ধাক্কা মারলে ছিটকে পড়ে যান আরোহী। লরির চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর দেহ।

আরও পড়ুন: সেনাবাহিনীর গায়ে বিজেপির পতাকা লাগাতে দেব না: ডেরেক

এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিস রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাকা তোলে। পুলিসকে এড়াতেই লরিচালক গাড়ির গতিবেগ বাড়িয়ে দিয়েছিল। তার ফলেই দুর্ঘটনা। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। জিরাট রোড উত্তাল হয়ে ওঠে।  এরই মধ্যে ওই এলাকা দিয়ে একটি সরকারি বাস যাওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা তাতে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে পুলিস পৌঁছলে, আরও ক্ষেপে ওঠে জনতা। পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিস।  পরে অবরোধ উঠে যায়।

 

.