রাজনাথের সভায় ডিউটি, বাড়ি ফিরেই 'অবসাদে' আত্মঘাতী ঋণগ্রস্ত পুলিসকর্মী

২৬ তারিখ বালুরঘাটের দিশারী মাঠে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাস্থলে ডিউটি করেছেন। 

Updated By: Feb 28, 2021, 05:39 PM IST
রাজনাথের সভায় ডিউটি, বাড়ি ফিরেই 'অবসাদে' আত্মঘাতী ঋণগ্রস্ত পুলিসকর্মী

নিজস্ব প্রতিবেদন :  কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাস্থলে ডিউটি করেছেন দুদিন আগেই। তারপর বাড়ি ফিরেই আত্মঘাতী হলেন এক পুলিস কর্মী। জানা গিয়েছে, বেতনের টাকায় ঋণ পরিশোধ কুলোচ্ছিল না। ঋণের দায়েই আত্মঘাতী হয়েছেন ওই পুলিসকর্মী। নাম অমর লাহা। বয়স ৩৯ বছর। 

দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওরের বাসিন্দা ছিলেন আত্মঘাতী অমর লাহা। শনিবার বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখন সত্যিই কি তিনি ঋণের দায়ে অবসাদে আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে হিলি ও বালুরঘাট থানার পুলিস। 

আরও পড়ুন, রেললাইনে যুবকের মৃতদেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ পরিবারের

জানা গিয়েছে, ওই পুলিসকর্মী দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় কর্তব্যরত ছিলেন। গত ২৫ তারিখ তিনি বাড়ি আসেন। তারপর ২৬ তারিখ বালুরঘাটের দিশারী মাঠে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাস্থলে ডিউটিও করেছেন। কিন্তু, তারপরই শনিবার বাড়ি ফিরে আত্মঘাতী হন তিনি। পরিবারে অমর লাহার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, নানাভাবে ঋণে জর্জরিত হয়ে ছিলেন তিনি। কোনওভাবেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। সম্প্রতি গাড়ি কিনেও আরও বিপাকে পড়ে যান। ঋণের পরিশোধ করতে গিয়ে বেতনের কোনও টাকাই আর হাতে পাচ্ছিলেন না অমরবাবু। এনিয়ে বিগত ২ মাস ধরে অবসাদে ভুগছিলেন। অবশেষে শনিবার ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন অমর লাহা।

ঝুলন্ত অবস্থায় গাছ থেকে যুগলের দেহ উদ্ধার, আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা

.