পুড়ে ছাই বিজেপি কর্মীর পোল্ট্রি ফার্ম, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপি কর্মী সুরজিৎ ঘোষালের অভিযোগ, যেহেতু তিনি বিজেপি কর্মী এবং লোকসভা ভোটে গোহালিয়ারা অঞ্চল থেকে বিজেপি লিড পেয়েছে সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।

Updated By: May 31, 2019, 11:19 AM IST
পুড়ে ছাই বিজেপি কর্মীর পোল্ট্রি ফার্ম, অভিযোগের তীর তৃণমূলের দিকে

নিজস্ব প্রতিবেদন: বিজেপি কর্মীর পোল্ট্রি ফার্মে আগুন। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীরা। দুবরাজপুর থানার অন্তর্গত গোহালিয়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কোনও অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। অভিযোগ এদিন দাউ দাউ করে জ্বলতে থাকে তার পোল্ট্রি ফার্ম। খবর পেয়ে সেখানে আসেন ফার্মের মালিক সুরজিৎ ঘোষাল। এরপর ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানা পুলিস এবং দমকলকর্মীরা। তবে পোল্ট্রি ফার্ম বাঁচানো যায়নি। তা পুড়ে ছাই হয়ে গিয়েছ। 

আরও পড়ুন: শাসনে বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলা, লুঠ, বোমাবাজির অভিযোগ

বিজেপি কর্মী সুরজিৎ ঘোষালের অভিযোগ, যেহেতু তিনি বিজেপি কর্মী এবং লোকসভা ভোটে গোহালিয়ারা অঞ্চল থেকে বিজেপি লিড পেয়েছে সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। তিনি জানিয়েছেন এতে প্রায় চার লক্ষেরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গোয়ালা অঞ্চলের তৃণমূল নেতা প্রিয়গোপাল সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে গোহালিয়ারা এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

.