স্বাধীনতা-উত্তর যুগে এত ব্যাপক post-poll violence কখনও হয়নি: রাজ্যপাল
রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, রাজ্য জোড়া হিংসার বিষয়টি তিনি যেন দেখেন।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোট-পরবর্তী যে পরিমাণ হিংসা সংঘটিত হয়েছে স্বাধীনতা-উত্তর যুগে আর কখনও এমন হয়নি, নন্দীগ্রামে মন্তব্য রাজ্যপালের। সরাসরি দুষলেন মুখ্যমন্ত্রীকে। শান্তির আর্জিও জানালেন তাঁকে।
ভোট-পরবর্তী হিংসা নিয়ে আলোড়িত পশ্চিমবঙ্গ। রাজ্য জুড়ে বিজেপি সমর্থকদের অভিযোগ, বিভিন্ন জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালাচ্ছে। এর জেরেই অভিযোগ-ওঠা অঞ্চলগুলি ঘুরে দেখছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
আরও পড়ুন: সেই ২০০৭ সালে গোপালকৃষ্ণ, তার ১৪ বছর পর নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল
আজ শনিবার রাজ্যপাল জগদীপ ধনখড় (West Bengal Governor Jagdeep Dhankhar) গিয়েছেন নন্দীগ্রাম (nandigram) ও তার সন্নিহিত এলাকা সরেজমিনে ঘুরে দেখতে। এর আগে তিনি কোচবিহার গিয়েছিলেন। সেখানে বিজেপি সমর্থককে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। আজ হেলিকপ্টার থেকে নামার সময়ে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সম্ভবত কোচবিহারের ঘটনার জেরেই তাঁকে পরিদর্শনরত রাজ্যপালের সঙ্গে দেখা যায়নি।
এদিন রাজ্যপাল কেন্দামারি, জলপাই, চিল্লাগ্রামে ইত্যাদি গ্রামে যান। অভিযোগ,চিল্লাগ্রামে এক বিজেপি সমর্থককে মারা হয়। ১৩ তারিখে মারা যান দেবব্রত মাইতি। তাঁর বাড়িতেও যান রাজ্যপাল। সেখানে মৃতের মা গভর্নরের সামনেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। গভর্নরের চোখেও জল আসে।
অভিযোগ করে রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী ও প্রশাসন (state govt) যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে রাজ্যে এই পরিস্থিতি। তিনি আরও বলেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন যাতে তিনি বিষয়টির দিকে নজর দেন। অসংখ্য মানুষ ভুগছে।
সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধনখড় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উসকানিতেই এই ধরনের ব্যাপার ঘটছে। তিনি এমন কথাবার্তা বলেছেন তার জেরেই এটা হচ্ছে। এখানে একটা state sponsored terrorism চলছে। এখনও প্রশাসনের কেউ কোনও ব্যবস্থা নিতে যাচ্ছেন না। আর যাঁদের উপর আক্রমণ হয়েছে তাঁরা পুলিসে অভিযোগ জানাতে যেতে ভয় পাচ্ছেন, পাছে নিজেরাই গ্রেফতার হয়ে যান।' রাজ্যপাল আরও বলেন, 'স্বাধীনতা-উত্তর যুগে এত বড় ভোট-পরবর্তী হিংসা কখনও কোথাও ঘটেনি। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের ফাঁকেই একটু এই বিষয়টির দিকেও তিনি যেন নজর দেন।'
তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলাসভাধিপতি সৌমেন মহাপাত্র এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 'উনি তো নিরপেক্ষ নন। নিরপেক্ষ হলে ওঁর কথা শুনতাম। উনি যদি নিরপেক্ষ হতেন তবে শুধুমাত্র বিজেপিকর্মীরা যেখানে আক্রান্ত হয়েছেন সেই জায়গাগুলোতেই যেতেন না, পাশাপাশি যেখানে-যেখানে তৃণমূলকর্মীরাও আক্রান্ত হয়েছেন সেখানেও যেতেন।'
আরও পড়ুন: নন্দীগ্রামে কাঁদলেন রাজ্যপাল