মানবাধিকার কমিশনের রিপোর্টে জোর বীরভূমের উপরে, উল্লেখ অনুব্রত ঘনিষ্ঠ ৩ নেতার নাম

রাজ্যে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট দিতে গিয়ে কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, খোকন দাস, সেখ সুফিয়ানের মতো নেতার নাম

Updated By: Jul 16, 2021, 03:31 PM IST
মানবাধিকার কমিশনের রিপোর্টে জোর বীরভূমের উপরে, উল্লেখ অনুব্রত ঘনিষ্ঠ ৩ নেতার নাম

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসার তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট(NHRC) নিয়ে বিড়ম্বনায় বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের সবথেকে হিংসা কবলিত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে বীরভূমকে। পাশাপাশি রিপোর্টে রয়েছে অনুব্রত ঘনিষ্ঠ ৩ নেতার নাম।

আরও পড়ুন- বড়সড় নাশকতার ছক! একসঙ্গে জম্মুর আকাশে ৪টি সন্দেহজনক Drone-এর ঘোরাফেরা

ভোটের পর বীরভূমে গোলমালে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বীরভূম জেলাকে সব থেকে বেশি সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে তুলে ধরা হয়েছে। কমিটির হিসেব অনুযায়ী বীরভূমে মোট ৩১৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত হিসেবে ৩ তৃণমূল নেতার নাম করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ নেতা ও বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খান, নানুর বিধানসভার অনুব্রত ঘনিষ্ঠ সেখ মামন এবং পঞ্চানন খান।

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট দিতে গিয়ে কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, খোকন দাস, সেখ সুফিয়ানের মতো নেতার নাম। ফলে এনিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন-Suvendu-র প্রাক্তন রক্ষীর মৃত্যু রহস্য সমাধানে আরও তৎপর CID, জেলা পুলিস লাইনে হানা

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়,'রিপোর্টের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। মানবাধিকার কমিশনের সদস্যরা বিজেপির মনোনীত। এরা বিজেপির তল্পিবাহক হয়ে কাজ করছে। তার জবাব দেবে রাজ্য সরকার।'

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.