CBI Quizzes Dr Abhijit Chowdhury: 'আমি পুলকিত', সিবিআই হাজিরার পর মন্তব্য রাজ্য স্বাস্থ্য উপদেষ্টা অভিজিত্ চৌধুরীর
পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে ডাকা হয়েছিল সিবিআই অস্থায়ী দফতরে, এরা সবাই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ
চিত্তরঞ্জন দাস: ভোট পরবর্তী মামলার তদন্তে রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টা ও বিশিষ্ট চিকিত্সক অভিজিত্ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বুধবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুর এনআইটির অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজিরা দেন অভিজিতবাবু। সিবিআই দফতর থেকে বেরিয়ে তাঁর কটাক্ষ, যেখানে মহামানবরা ঘুরে বেড়ান সেখানে আসতে পেরেছি, এটা আমার জীবনের বড় প্রাপ্তি।
উল্লেখ্য,ভোট পরবর্তী অশান্তি মামলায় তৃণমূলের একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। যাদের সঙ্গে অনুব্রত মণ্ডলের ফোনে যোগাযোগ সেইসময়ে হয়েছিল তাদেরকেই ডাকা হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক অভিজিত্ সিংহ, শাহনাওয়াজ হোসেন ও অভিজিত্ রায়। পাশপাশি ইলামবাজার ব্লকের তৃণমূল সভাপতিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার জিজ্ঞাসাবাদ করা হল বিশিষ্ট চিকিত্সক অভিজিত্ চৌধুরীকে।
এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে এসে অভিজিত্ চৌধুরী বলেন, গতকাল সন্ধে সাতটার সময়ে হোওয়াটস অ্য়াপে একটা মেসেজ পেলাম। দেখলাম আমাকে ডাকা হয়েছে। শুনিয়া, দেখিয়া চমকিত, পুলকিত হইলাম। খুন খারাপির মামলায় আমার ডাক কেন? আমাকে আসলে ডাকা হয়েছিল ১৬ জুন। কিন্তু সিদ্ধান্ত নিই আজই যেতে হবে। ফোন করে জানতে চাই আমি কি আগামিকাল যেতে পারি? কারণ আমরা মূল প্রশ্ন হল, এত খুনের মাঝে আমি কী ভূমিকায় থাকতে পারি। যেটা বুঝলাম সেটা হল সাপের জালে গোসাপ উঠেছে। হাঙর ধরতে গিয়ে এঁরা শোল বোয়াল ধরে ফেলেছেন।
অভিজিত্ চৌধুরী আরও বলেন, আমার ফোনে কোনও একজন রাজনৈতিক নেতার ফোন এসেছিল। ওঁদের প্রশ্ন ছিল ওই রাজনৈতিক নেতার সঙ্গে আমার কথোপকথনে কোনও রাজনৈতিক ছিল কিনা? আমি তাহাদের সামনে স্পষ্ট করিলাম, ডাক্তারের কাছে মুনি-ঋষিরাও আসেন, ডাকাতও আসেন। রাজনৈতিক নেতারা তো আসেনই। তাই গোটা বিষয়টি আমি ওদের কাছে স্পষ্ট করেছি। এই পুণ্যভূমিতে আসতে পেরে আমি পুলকিত, বিমোহিত। যেখানে এত মহামানবেরা ঘুরে বেড়ান সেখানে সেখানে যে আমি আসতে পারেছি তা আমার জীবনের অন্যতম প্রাপ্তি বলে মনে করেছি। গোয়েন্দাদের দৃষ্টিতে এখন ফোনই সর্বস্ব। আর তো কিছুই নেই!
সূত্রের খবর আরো বেশ কয়েকজনকে জেরা করবে সিবিআই। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে ডাকা হয়েছিল সিবিআই অস্থায়ী দফতরে, এরা সবাই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ। ভোট পরবর্তী হিংসায় সিবিআই এই জেরা করছে বলে সূত্রমাফিক জানা গেছে। মূলত অনুব্রত মন্ডলকে যারা একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর ফোন করেছিলেন। সেই ফোন কল লিস্টের তালিকা ধরে সিবিআই সবাইকে ডাকছে বলে জানা গেছে। তবে এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ফোনে কথা বলার কথা বলেননি অভিজিত্ চৌধুরী।
আরও পড়ুন-CBI Quizzes TMC MLA: ভোট পরবর্তী অশান্তি, এবার সিবিআই জেরার মুখে ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক