Tarkeshwar: কলেজ ক্যাম্পাসে তৃণমূল নেতার ছেলের আইবুড়ো ভাত! এলাহি আয়োজন....
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। ভিডিয়ো-র সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। তুঙ্গে রাজনৈতিক তরজা।
নির্মল পাত্র: সামনেই বিয়ে। তৃণমূল নেতার ছেলে আইবুড়ো ভাত খেলেন কলেজ ক্যাম্পাসেই? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। সেই ভিডিয়ো-র সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। তুঙ্গে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঠিক কী? কলেজের ভিতরে টেবিলে ফুল দিয়ে সাজিয়ে পঞ্চব্যঞ্জনে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন। সামনে হাসিমুখে বসে এক যুবক। তাঁকে ঘিরে রয়েছেন আরও বেশ কয়েকজন, এমনকী স্বয়ং প্রিন্সিপালও! দেখেই বোঝা যাচ্ছে, ওই যুবকের আইবুড়োর ভাতের অনুষ্ঠান চলছে। এমন একটি ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
কোন কলেজ? কাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে? জানা গিয়েছে, ওই ভিডিয়োটি তারকেশ্বর ডিগ্রি কলেজের। ওই কলেজেই ল্যাব অ্যাটেন্টডেন্ট পদে কর্মরত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল নেতা স্বপন সামন্তের ছেলে অর্ণব।ক্যাম্পাসেই নাকি তাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছে! কেন? অধ্যক্ষ অমলকান্ত হাটির সাফাই, 'কলেজে কোনও অনুষ্ঠান হয়নি। স্টাফ ক্যান্টিনে অর্ণবকে আইবুড়ো খাইয়েছেন তাঁর বন্ধুরা'।
আরও পড়ুন: Satabdi Roy: মধ্যাহ্নভোজে মাংস-ভাত, খাবার মুখে তুললেন না শতাব্দী! উঠল শুধু ছবি...
এই ঘটনায় তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও তৃণমূল নেতার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বিজেপি। দলের নেতা গণেশ চক্রবর্তী বলেন, 'অর্ণব সামন্তের বাবা ছিলেন এখানকার পুরসভার চেয়ারম্যান। সেই রাজতন্ত্র এখনও চালিয়ে যাচ্ছেন, ভাবছেন এখনও চেয়ারম্যান আছেন। এটা মানা যায় না। আমি মনে করি, ওই প্রিন্সিপাল আর স্বপন সামন্তের ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত'। কী প্রতিক্রিয়া তৃণমূলের? তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংরায় বলেন, 'আমার নজরে আসেনি। যদি এরকম হয়ে থাকে, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। দলের তরফে ভুল স্বীকার করে নিচ্ছি'।