Lakshmi Puja | Jalpaiguri: রাত পোহালেই লক্ষ্মী পুজো, জলপাইগুড়ির বাজারে আকাশ ছুঁয়েছে দাম
শুধু কি ফল? লক্ষ্মী পূজার সরঞ্জামেরও দাম বেড়েছে পাল্লা দিয়ে। মাটির ঘট দশ টাকা থেকে শুরু, ধুপ ২০ টাকা থেকে শুরু, সোলার কদম ফুল পিস প্রতি ৫ টাকা করে দাম। এছাড়াও পঞ্চ শস্য সহ পূজোর সরঞ্জাম ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। লক্ষ্মী ঠাকুরের প্রতিমা ৫০ টাকা থেকে শুরু। লক্ষীসড়ার দাম ৩০ টাকা থেকে শুরু।
প্রদ্যুৎ দাস: রাত পোহালেই কোজাগরী লক্ষী পূজো। তার আগে জলপাইগুড়ির ফলের বাজার অগ্নিগর্ভ। বিভিন্ন ফল সেঞ্চুরি হাকিয়ে দেড়শ ও দুইশ পার করছে নিমেষে।
জলপাইগুড়িতে লক্ষী পূজার বাজার জমে উঠেছে। রাত পোহালে কোজাগরি লক্ষীপূজো। জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনি বাজার, দিনবাজার, স্টেশন বাজার বয়েলখানা বাজার সহ বিভিন্ন বাজারে এবং রাস্তার ধারে সকাল থেকেই লক্ষ্মী পূজোর বাজার করতে দেখা গেল ক্রেতা-বিক্রেতাদের। তবে ফলের দামের কারণে মধ্যবিত্ত মানুষ কাটছাঁট করে কিনছেন। যদিও বাজারে জিনিসের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতাদের।
আরও পড়ুন: LIVE: ইডি-র জালে জ্যোতিপ্রিয়, ২১ ঘণ্টা তল্লাশির পরে গ্রেফতার বনমন্ত্রী
লক্ষ্মী পূজোর বাজারে পুজোর বিভিন্ন সামগ্রী বাজারদর তালিকা
ফল
আপেল – ১২০-২০০ টাকা প্রতি কেজি
পেয়ারা - ১৫০ টাকা
আঙুর - ২০০ টাকা
কলা- ২০টির দাম ১০০ টাকা
নারকেল – ৩টির দাম ১০০ টাকা।
নাসপাতি- ১৫০ টাকা
আনারস- ৫টির দাম ১০০ টাকা
কমলালেবু- ১৫০ টাকা প্রতি কেজি।
আরও পড়ুন: Bengal Weather: লক্ষ্মীপুজোতেও ভাসবে বাংলা? জেনে নিন বৃষ্টি ও শীত-পড়া নিয়ে লেটেস্ট আপডেট...
শুধু কি ফল? লক্ষ্মী পূজার সরঞ্জামেরও দাম বেড়েছে পাল্লা দিয়ে। মাটির ঘট দশ টাকা থেকে শুরু, ধুপ ২০ টাকা থেকে শুরু, সোলার কদম ফুল পিস প্রতি ৫ টাকা করে দাম।
এছাড়াও পঞ্চ শস্য সহ পূজোর সরঞ্জাম ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। লক্ষ্মী ঠাকুরের প্রতিমা ৫০ টাকা থেকে শুরু। লক্ষীসড়ার দাম ৩০ টাকা থেকে শুরু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)