তমলুক-ঝাড়গ্রামে জনসভার আগে ফণি পরবর্তী রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

৫ মে রবিবার তমলুক ও ঝাড়গ্রামে মোদীর জনসভা দুটি হওয়ার কথা থাকলেও ফণি-র কারণেই তা পিছিয়ে যায়।

Updated By: May 5, 2019, 10:26 PM IST
তমলুক-ঝাড়গ্রামে জনসভার আগে ফণি পরবর্তী রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:  সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এ দিনই ঝাড়গ্রাম এবং তমলুকে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই দুটি জনসভার আগে সকালে কলাইকুণ্ডাতে নেমে ফণি পরবর্তী রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ফণির জেরে রাজ্যে কত ক্ষতি হয়েছে তা জানবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আরও আর্থিক সাহায্য দরকার কিনা তার খোঁজও নেবেন তিনি। তারপরেই দুপুর ১২টার সময় মোদী যাবেন তমলুকের জনসভায়। দুপুর দুটোর সময় যাবেন ঝাড়গ্রামের সভায়। উল্লেখ্য, ৫ মে রবিবার তমলুক ও ঝাড়গ্রামে মোদীর জনসভা দুটি হওয়ার কথা থাকলেও ফণি-র কারণেই তা পিছিয়ে যায়।

ফণির দাপটে ক্ষয়ক্ষতির খবর নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু তাতে সাড়া দেননি মমতা। এমনটাই দাবি প্রধনমন্ত্রীর দফতর সূত্রে। ফোন করা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে। কিন্তু মমতাকে কোনও ফোন করা হয়নি। এমনটাই দাবি করা হয়ে তৃণমূলের তরফে। সেই দাবিই উড়িয়ে দিল প্রধানমন্ত্রীর দফতর। বলা হল, তৃণমূলের ওই দাবি ঠিক নয়।

আরও পড়ুন - ফণিতে রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নিতে ২ বার ফোন করেছিলেন মোদী, উত্তর দেননি মমতা!

.