ট্র্যাক থেকে ছিটকে গেল লাইন, দক্ষিণ-পূর্ব শাখায় ব্যহত ট্রেন চলাচল
লক খোলার পরে হঠাৎই ট্র্যাক থেকে ছিটকে যায় লাইন। এরপরেই ডাউন লাইনের সব ট্রেন আটকে দেওয়া হয়। পরবর্তীকালে মিডল লাইন দিয়ে একের পর এক ট্রেন পাস করানো হয়। যদিও কিছুক্ষন পরেই ওই লাইন দিয়ে ট্রেন চালানোর কাজ শুরু হয়। ধীরে ধীরে ট্রেন পাস করানোর কাজ শুরু হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যহত। জানা গিয়েছে কাজ চলার সময় ট্র্যাক থেকে ছিটকে যায় লাইন। প্রশ্ন উঠছে কীভাবে ঘটল এই ঘটনা। ঘটনার ফলে একাধিক ট্রেন দাঁড়িয়ে যায় ডাউন লাইনে। জানার চেষ্টা শুরু হয়েছে কীভাবে হয়েছে এই ঘটনা। জানা গিয়েছে এই শাখার চেঙ্গাইল স্টেশনের কাছে সকাল থেকে ট্র্যাকের কাজ চলছিল।কাজ চলার সময় ট্র্যাকের লক খোলা হয়। ডাউন লাইনে চলছিল এই কাজ।
লক খোলার পরে হঠাৎই ট্র্যাক থেকে ছিটকে যায় লাইন। এরপরেই ডাউন লাইনের সব ট্রেন আটকে দেওয়া হয়। পরবর্তীকালে মিডল লাইন দিয়ে একের পর এক ট্রেন পাস করানো হয়। যদিও কিছুক্ষন পরেই ওই লাইন দিয়ে ট্রেন চালানোর কাজ শুরু হয়। ধীরে ধীরে ট্রেন পাস করানোর কাজ শুরু হয়।
আরও পড়ুন: Weather Today: জাঁকিয়ে শীত রাজ্যে, কনকনে ঠান্ডায় রেকর্ড পারদ পতন কলকাতায়
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাজ চলাকালীন লক খলার পরেই হয় এই সমস্যা। এরপরে খুব ধীর গতিতে এই লাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল। জানা গিয়েছে ঘটনার সময় রেলের লাইনে কাজ চলছিল। সেই কারণে অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সেই কারণেই বড় দুর্ঘটনা এড়ানো যায়। ডাউন লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। সকালে বহু অফিস যাত্রী থাকেন এই লাইনের ট্রেনে। তাই ব্যস্ত সময়ে এইকাজ কিন্তু পশ্ন তুলছে মানুষের মনে।
আরও পড়ুন: Nadia Sucide: স্ত্রীকে খোরপোষ দিতে গিয়ে নাজেহাল অবস্থা? শান্তিপুরে আত্মঘাতী ব্যবসায়ী
একাধিক লোক খুললে তবেই লাইন ছিটকে যেতে পারে। সেটা জানা সত্তেও ব্যাস্ত সময়ে কীভাবে এই কাজ হল সেই নিয়ে উঠছে প্রশ্ন।
দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, মেচেদা লোকাল ১ঘণ্টা ২০ মিনিট আটকে থাকলেও অন্য কোনও ট্রেন আটকে ছিলনা।