অবশেষে উঠল কাঁকিনাড়া অবরোধ, শুরু শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল
স্থানীয় বিবাদকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ফের রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদন: প্রায় ঘণ্টা দুয়েক পর অবশেষে উঠল কাঁকিনাড়া স্টেশনের রেল অবরোধ। শুরু হল শিয়ালদা মেন শাখার ট্রেন চলাচল।
স্থানীয় বিবাদকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ফের রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে ফের কাঁকিনাড়ায় বোমাবাজি হয়। তারই প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বন্ধ হয়ে যায় শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। এক ঘণ্টা হয়ে গেলেও ঘটনাস্থলে দেখা মেলে না রেল পুলিশের। চোখে পড়ে না বারাকপুর পুলিশ কমিশনারেটের কোন আধিকারিকেরও। ট্রেনেই আটকে থাকেন যাত্রীরা।
প্রায় ঘণ্টা দেড়েক পর বারাকপুর থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। অন্যদিকে নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন চলে। পরে পুলিসি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।