আদিবাসী সংগঠনের বনধে বিভিন্ন স্টেশনে আটকে বহু দূরপাল্লার ট্রেন, বাতিলও বেশ কয়েকটি
বনধের জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। বাতিল হওয়া ট্রেনের তালিকা..
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে ১২ ঘণ্টার বনধ আদিবাসী সংগঠনের। উত্তর দিনাজপুরের কানকি থেকে দক্ষিণ পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ। আদ্রা রেল ডিভিশনে মধুকুন্ডার কাছে আদিবাসিদের রেল অবরোধ করে বিক্ষোভ। আটকে রয়েছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন। চূড়ান্ত হয়রানি শিকার যাত্রীরা।
সাঁওতালি ভাষার প্রয়োগ, আদিবাসী উত্পীড়ন আইনের সংশোধনের বিরোধিতা এবং ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করার দাবি সহ দশ দফা দাবির ভিত্তিতে সোমবার ১২ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন।
আরও পড়ুন: শারীরিকভাবে অসুস্থ স্বামী, স্ত্রী করতেন এই কাজ! সিভিক ভলেন্টিয়ার খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
পুরুলিয়ার কাঁটাডি ,ইন্দ্রবিল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। এর ফলে সাউথ বিহার এক্সপ্রেস, আসানসোল হলদিয়া এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অবরোধ হয়েছে বর্ধমানের জৌগ্রাম স্টেশনে।
বনধের জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। বাতিল হওয়া ট্রেনের তালিকা..
- আসানসোল-রাঁচি প্যাসেঞ্জার
- আপ-ডাউন আদ্রা-আসানসোল প্যাসেঞ্জার
- আপ-ডাউন আসানসোল-বোকারো প্যাসেঞ্জার
- আসানসোল-টাটা প্যাসেঞ্জার
বনধের জেরে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ভায়া সম্বলপুর, রাজেন্দ্রনগর-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ছাপড়া টাটা, রাঁচি জয়নগর দাঁড়িয়ে রয়েছে।
অন্যদিকে, দক্ষিন দিনাজপুর বুনিয়াদপুরে ঝাড়খন্ড দিশম পার্টির সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। যার জেরে বন্ধ বালুরঘাট মালদা ৫১২ নম্বর জাতীয় সড়ক। কলকাতাগামী বালুরঘাট চিতপুর তেভাগা এক্সপ্রেস আটকে রয়েছে একলাখী স্টেশনে।