মিলল না অনুমতি, মাথাভাঙায় দলীয় কর্মীর জমিতেই হবে রাজনাথের সভা

দুই কর্মীর ২০ বিঘা জমির উপরে  ওই সভা হবে।

Updated By: Feb 1, 2019, 06:52 PM IST
মিলল না অনুমতি, মাথাভাঙায় দলীয় কর্মীর জমিতেই হবে রাজনাথের সভা

নিজস্ব প্রতিবেদন : বিতর্কের অবসান। শনিবার মাথাভাঙায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থল নির্দিষ্ট হল। মাথাভাঙার পারডুবিতে দলীয় কর্মীর জমিতে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনাথ সিংয়ের সভার অনুমতি পেল বিজেপি।

আরও পড়ুন, অন্তর্বর্তী বাজেট ২০১৯: বরাদ্দ কমল ২টি নয়া মেট্রো প্রকল্পে

শেষ পর্যন্ত দলীয় কর্মীর জমিতে রাজনাথ সিংয়ের সভার অনুমতি পেল বিজেপি। ২ ফেব্রুয়ারি মাথাভাঙার পারডুবিতে দলীয় কর্মী ধরণী বর্মণ ও উপেন বর্মণের জমিতে ওই সভা হবে। হাতে সময় খুব কম হওয়ায়, তড়িঘড়ি কাজ শুরু হয়েছে। সভামঞ্চ তৈরির পাশাপাশি চলছে হেলিপ্যাড  তৈরি কাজও।

বিজেপি নেতা নিখিল রঞ্জন দে জানিয়েছেন ,২ ফেব্রুয়ারি রাজনাথ সিংয়ের সভার জন্য বিজেপির প্রথম পছন্দ ছিল মাথাভাঙা শহরের মেলার মাঠ বা বি টিম মাঠ। সেই অনুযায়ী আবেদনও করা হয়েছিল। কিন্তু ওই দুটো মাঠের একটাতেও সভার অনুমতি মেলেনি।

আরও পড়ুন, কেন্দ্রে চিটফান্ড সরকার চলছে, পুরোটাই ভাঁওতাবাজি : মমতা বন্দ্যোপাধ্যায়

নিখিলবাবুর  অভিযোগ, অনুমতি দেওয়া নিয়ে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ব্যাপক টালবাহানা করে। শেষে নিরুপায় হয়ে তাঁরা মাথাভাঙা ২ নম্বর ব্লকের পারডুবিতে দলীয় কর্মীর চাষের জমিতে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেখানে দুই কর্মীর ২০ বিঘা জমির উপরে  ওই সভা হবে।

.