রামনবমী রাজনীতি : দিলীপ ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
গোটা ঘটনায় বিজেপি রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেও অস্ত্র নিয়ে পথে নামলে মামলা হবেই, জানিয়ে দিল তৃণমূল।
নিজস্ব প্রতিবেদন: লকেট চট্টোপাধ্যায়ের পর মামলা হল দিলীপ ঘোষের বিরুদ্ধেও। বিজেপির রাজ্য সবাপতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অস্ত্র নিয়ে মিছিল করায় লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করেছে বীরভূম পুলিস। গোটা ঘটনায় বিজেপি রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেও অস্ত্র নিয়ে পথে নামলে মামলা হবেই, জানিয়ে দিল তৃণমূল। দুই শিবিরকেই নিশানা করে কড়া আক্রমণ শানিয়েছে সিপিএম।
Police complaint lodged against BJP West Bengal President Dilip Ghosh at Kharagpur Town Police Station in Medinipur, for carrying a sword during a #RamNavami procession, yesterday. #WestBengal
— ANI (@ANI) March 26, 2018
কমছে না রামনবমীর উত্তাপ। শাসক-বিজেপি তরজা যখন তুঙ্গে, তখনই চন্দননগরে বের হল রামনবমীর বিশাল মিছিল। খোলা রামদা, তরোয়াল নিয়ে বিশাল মিছিল। আর সেই মিছিলে সামিল নাবালকরাও। অস্ত্র নিয়ে কসরত দেখাল তারা।
আরও পড়ুন- "রাম নিয়েই রাজনীতি করব, ক্ষমতা থাকলে আটকাক," তলোয়ার হাতে আস্ফালন দিলীপের
শক্তি ও ভক্তির সমন্বয়ে রামনবমী.. pic.twitter.com/C7izLRFaSw
— Dilip Ghosh (@DilipGhoshBJP) March 26, 2018
এসবের মধ্যেই রামপুরহাটে ত্রিশূল হাতে মিছিল করায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করল বীরভূম পুলিস। অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। একই সঙ্গে বিজেপি নেত্রীর বিরুদ্ধে বহিরাগত প্রবেশ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্রবহনের মামলা করেছে জেলা পুলিস।
আরও পড়ুন- রাম নবমীতে 'লাঠিয়াল' দিলীপ ঘোষ!
পরিস্থিতি দেখেশুনে সিপিএম রাজ্য সম্পাদকের খোঁচা, তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সবথেকে বেশি মামলা হয়েছে। আসলে প্রতিযোগিতার রাজনীতি করছে বিজেপি-তৃণমূল।