ইদে শিথিল মোর্চার বনধ

ইদ উপলক্ষ্যে পাহাড় বনধ কিছুটা শিথিল করল গোর্খা জনমুক্তি মোর্চা। ১২ ঘণ্টার জন্য যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। যাতে পাহাড়ে বসবাসকারী মুসলিমরা অন্যত্র তাঁদের আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। তবে স্কুল, কলেজ, দোকানপাট, সরকারি অফিসের ওপর মোর্চার নিষেধাজ্ঞা বজায় থাকবে। তবে পাহাড়ে কোনও মিছিল বা সমাবেশ করবে না মোর্চা।

Updated By: Jun 26, 2017, 09:16 AM IST
ইদে শিথিল মোর্চার বনধ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: ইদ উপলক্ষ্যে পাহাড় বনধ কিছুটা শিথিল করল গোর্খা জনমুক্তি মোর্চা। ১২ ঘণ্টার জন্য যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। যাতে পাহাড়ে বসবাসকারী মুসলিমরা অন্যত্র তাঁদের আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। তবে স্কুল, কলেজ, দোকানপাট, সরকারি অফিসের ওপর মোর্চার নিষেধাজ্ঞা বজায় থাকবে। তবে পাহাড়ে কোনও মিছিল বা সমাবেশ করবে না মোর্চা।

গতকাল পাহাড়ে বিশাল জমায়েত করেছে মোর্চা। মিছিল হয় চকবাজার থেকে সিংমারি পর্যন্ত। লাগাতার বনধ-মিছিল-বিক্ষোভ। মোর্চার আন্দোলনে উত্তাল পাহাড়। এরইমধ্যে ইদ। পাহাড়ের মুসলিমদের জন্য মোর্চার তোফা। সোমবার ১২ ঘণ্টার জন্য বনধ শিথিল। সোমবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বনধ শিথিল। (আরও পড়ুন- আজ খুশির ইদ)

.