ড্রেন নির্মাণের বদলে ১০০ দিনের কাজে চলছে নদী ভরাট! কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য
অভিযোগ অস্বীকার।
নিজস্ব প্রতিবেদন: উদ্দেশ্য ছিল ১০০ দিনের কাজে এলাকায় ড্রেন নির্মাণ। বরাদ্দ হয়েছিল ৪ লক্ষ ৩০ হাজার টাকা। অভিযোগ, ড্রেন নির্মাণ হয়নি। তার বদলে একশো দিনের কাজে চলছে নদী ভরাটের কাজ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর নীচপাড়া এলাকায় উত্তেজনা।
এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে জোড়াপানী নদী। অভিযোগ, ইতিমধ্যে নদীর বেশ কিছুটা অংশ ভরাট হয়ে গিয়েছে। এই কাজের বরাত পান স্থানীয় পঞ্চায়েত সদস্য নরেশ রায়। তাঁর বক্তব্য, "দু'দিকেই সমান কাজ চলছে। একদিকে যেমন ড্রেনের কাজ হচ্ছে। অন্যদিকে নদী থেকে মাঝে মধ্যেই দুর্গন্ধ ছড়ায়। সেই কারণেই একটু মাটি দিয়ে তা বন্ধ করার চেষ্টা চলছে।" তবে নদী ভরাট করে দখল করার কোন পরিকল্পনা নেই বলে জানান তিনি। যদিও একাংশের অভিযোগ, এ ভাবেই শহরের বিভিন্ন নদীর পাড় দখল করছে মাফিয়ারা। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ফুলেশ্বরী, জোড়াপানি নদীর পাড়ের বিভিন্ন জায়গা মাফিয়াদের দখলে। নদী ভরাট করে বাড়ছে বসতি।
বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা করাতি জানান, ১০০ দিনের প্রকল্পে নদী ভরাট হয়ে থাকলে তা ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষ জানানোর আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Jalpaiguri: বালি পাচার রুখতে গিয়ে ধুন্ধুমার, হেনস্থার শিকার ৪ পুলিসকর্মী
আরও পড়ুন: Arambagh: প্রায় ২০ মাস পরও কলেজে ঢুকতে বাধা, সোজা এসডিও-র কাছে পড়ুয়ারা