Royal Bengal Tiger in Neora valley: নেওড়া ভ্যালিতে ফের ক্যামেরাবন্দি বাঘ, ছবি প্রকাশ বন দফতরের

উচ্ছ্বসিত পরিবেশপ্রেমীরা। জঙ্গল থেকে পর্যটনকেন্দ্র সরিয়ে আনার দাবি তুলেছেন তাঁরা।  

Updated By: Jun 13, 2022, 06:22 PM IST
Royal Bengal Tiger in Neora valley: নেওড়া ভ্যালিতে ফের ক্যামেরাবন্দি বাঘ, ছবি প্রকাশ বন দফতরের

অরূপ বসাক:  ৪ বছরে ৫ বার! ফের বাঘের দেখা মিলল উত্তরবঙ্গের নেওড়া ভ্যালিতে। ছবি প্রকাশ্যে আনল বন দফতরই। উচ্ছ্বসিত পরিবেশপ্রেমীরা। জঙ্গল থেকে পর্যটনকেন্দ্র সরিয়ে আনার দাবি তুলেছেন তাঁরা।

বন দফতর সূত্রে খবর, কালিম্পংয়ের নেওড়া ভ্যালি উদ্যানে বাঘের গতিবিধি জানতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। সেই ক্যামেরায় ২০১৯ ও ২০২০ সালেও বাঘের ছবি ধরা পড়েছিল। ফের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে। সেই ছবিই ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায়। এর আগে, ২০১৭ সালে নেওড়া ভ্য়ালিতে প্রথম বাঘ দেখতে আনমোল ছেত্রী নামে এক গাড়ি চালক। এমনকী, জঙ্গল লাগোয়া রাস্তায় দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময়ে বাঘের ছবি ক্যামেরাবন্দিও করেন তিনি।

নেওড়া ভ্যালিতে কেন বাঘের আনাগোনা বাড়ছে? বিশেষজ্ঞদের মতে, নেপাল-ভূটান সীমান্ত থেকে বাঘেরা চলে আসছে নেওড়া ভ্যালির জঙ্গলে। কারণ সেখানকার জঙ্গলকে নিজেদের বাসযোগ্য বলে মনে করছে তারা। সহজের মিলছে খাবারও।

আরও পড়ুন: HS Student Agitation: সারাক্ষণ ফেসবুক করলে HS পাস করা যায় নাকি! পথচারীর মন্তব্যে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে

এদিকে ১৯৯৮ সালে পর ফের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে উত্তরবঙ্গেরই বক্সা অভয়ারণ্যে। গত বছরের ডিসেম্বর ক্যামেরাবন্দি হয় একটি পূর্ণবয়ষ্ক পুরুষ বাঘ।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.