Rozgar Mela 2023: রোজগার মেলায় প্রধানমন্ত্রীর হাত ধরে নিয়োগপত্র পেলেন ৭১০০০ চাকরিপ্রার্থী
আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় দেশের শহর ও গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরির চেষ্টা চলছে। খেলনা তৈরি মতো শিল্প কর্মসংস্থান সৃষ্টি ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে। তবে যারা নতুন চাকরি পাচ্ছেন তাদের মনে রাখতে হবে আপনাদের কাছে এসে আম জনতার যেন কোনও খারাপ অভিজ্ঞতা না হয়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: প্রধানমন্ত্রীর হাত ধরে নিয়োগপত্র পেলেন দেশের কয়েক হাজার চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ওইসব নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভার্চুয়ালি রাষ্ট্রীয় রোজগার মেলায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেই অনুষ্ঠানেই তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে মোট ৭১,০০০ জনকে নিয়োপত্র দেন।
আরও পড়ুন-বড় কাছারি মন্দির দর্শন করে আর ফেরা হল না, মর্মান্তিক পরিণতি সরশুনার ২ তরুণের
প্রধানমন্ত্রী এদিন বলেন, কেন্দ্র সরকার ও বিজেপি শাসিত রাজ্য়গুলিতে বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে ২২,০০০ শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, দেশের বিভিন্ন শিল্পদ্যোগ সংস্থা মোট ৪০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় দেশের শহর ও গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরির চেষ্টা চলছে। খেলনা তৈরি মতো শিল্প কর্মসংস্থান সৃষ্টি ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে। তবে যারা নতুন চাকরি পাচ্ছেন তাদের মনে রাখতে হবে আপনাদের কাছে এসে আম জনতার যেন কোনও খারাপ অভিজ্ঞতা না হয়। কারণ আপানাদের অনেকেরই এরকম হয়ো অভিজ্ঞতা থেকে থাকবে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, জাহাজ শিল্প বাড়ছে। দ্রুত বাড়ছে স্বাস্থ্যক্ষেত্র। কৃষিক্ষেত্রেও কাজের বাজার বাড়ছে। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রোজগার মেলা করার পরিকল্পনা করেছে কেন্দ্র। জানা যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিম রেলের আহনেদাবাদ, ভদোদরা, রাজকোট ও রতলামে মোট ৪৩৬০কে নিয়োগ করা হয়েছে। এদের মধ্য়ে ৫৫৯ জনের নিয়োগ হয়েছে গ্রুপ সিতে, ৩৮০১ জনের নিয়োগ হয়েছে লেবেল ওয়ানে।