বিধাননগরের মেয়র পদে সব্যসাচীর কি অদ্যই শেষ রজনী, জোর জল্পনা তৃণমূলে
এর পরই বিধাননগরের দলীয় কাউন্সিলরদের তৃণমূল ভবনে বৈঠকে ডাকেন ফিরহাদ হাকিম। যদিও আমন্ত্রণ পৌঁছয়নি সব্যসাচীর কাছে। তৃণমূল সূত্রের খবর, কাউন্সিলরদের কাছে সব্যসাচীকে তাঁরা মেয়র হিসাবে চান কি না তা জানতে চাইবেন ফিরহাদ হাকিম।
নিজস্ব প্রতিবেদন: তবে কি সব্যসাচীকে হেস্তনেস্ত চাইছে তৃণমূল। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলেরই অন্দরে। রবিবার তৃণমূল ভবনে বিধাননগরের দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন ফিরহাদ হাকিম। তার আগে মুখে কুলুপ তাবড় তৃণমূল নেতার।
শুক্রবার বিদ্যুত্ভবনের সামনে সব্যসাচীর নেতৃত্বে INTTUC-র বিক্ষোভ কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনার সূত্রপাত। অভিযোগ, INTTUC-র শোভনদেব গোষ্ঠীর বিরুদ্ধে ওই বিক্ষোভের আয়োজন করেন সব্যসাচীপন্থীরা। যদিও সব্যসাচীর সাফ কথা, 'আমাকে সত্যি কথা বলা থেকে রুখতে পারবে না কেউ।'
এর পরই বিধাননগরের দলীয় কাউন্সিলরদের তৃণমূল ভবনে বৈঠকে ডাকেন ফিরহাদ হাকিম। যদিও আমন্ত্রণ পৌঁছয়নি সব্যসাচীর কাছে। তৃণমূল সূত্রের খবর, কাউন্সিলরদের কাছে সব্যসাচীকে তাঁরা মেয়র হিসাবে চান কি না তা জানতে চাইবেন ফিরহাদ হাকিম। কাউন্সিলরদের মতের ওপরেই নির্ভর করছে মেয়রপদে সব্যসাচীর ভাগ্য।
'শান্তিপূর্ণ মিছিলে মহিলাদের ওপর হামলা চালিয়েছে পুলিস, নার্সিংহোমে মেলেনি চিকিত্সা'
ওদিকে সব্যসাচী কি দলে রয়েছেন? এই প্রশ্নের উত্তরে মুখ খুলতে নারাজ উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতারা। রাজারহাট গোপালপুরের বিধায়ক পূর্ণেন্দু বসু বলেন, 'ফিরহাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। যা বলার ও বলবে। আমি কিছু বলব না।' উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের গলাতেও একই সুর। তাঁর কথায়, 'আমাদের দলে দায়িত্ব ভাগ করা রয়েছে। সব্যসাচীর সঙ্গে ফিরহাদ কথা বলছেন। তার পর আমাকে দায়িত্ব দিলে আমি দেখব।'
তবে সব্যসাচীর কাজকর্মে যে দল চরম অসন্তুষ্ট তা স্পষ্ট ছিল প্রত্যেকের হাবে ভাবে।
নিউটাউনের বিধায়ক ও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিজেপিতে যোগদান নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে। লোকসভা নির্বাচনের মুখে সেই