১ জুন থেকেই সেফ হোম চালু হচ্ছে বেলুড় মঠে

শনিবার এর আনুষ্ঠানিক শুভ সূচনা হল।

Updated By: May 29, 2021, 04:44 PM IST
১ জুন থেকেই সেফ হোম চালু হচ্ছে বেলুড় মঠে

নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় সেফ হোম চালু করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। কিছুদিন আগেই সেফ হোম তৈরির পরিকল্পনা করার কথা ঘোষণা করা হয়েছিল। আজ, শনিবার তারই শুভ সূচনা করা হল মঠের তরফে। 

আগামী ১ জুন থেকে কোভিড রোগীদের (covid) জন্য ৫০  বেডের সেফ হোম খুলে দেওয়া হবে বেলুড়ে (belur math)। যার ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। 

আরও পড়ুন: রাজনীতির উর্ধ্বে মানবতা, বর্ধমানে কোভিডে মৃত BJP কর্মীর বাবার সত্‍কার TMC-র

শনিবার মঠের আচার-রীতি মেনে শ্রীশ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামী বিবেকানন্দের পূজা করে সেফ হোমের (safe home) আনুষ্ঠানিক সূচনা পর্ব সারা হল।

সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীরা পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন। রামকৃষ্ণ মঠ ও মিশন (ramakrishna math and mission) কর্তৃক চালু হতে চলা এই সেফ হোম বেলুড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক বিশাল প্রাপ্তি।

আরও পড়ুন: সুপার স্প্রেডারে'র তালিকায় কি এবার আয়া এবং পরিচারিকাও? ভাবছে KMC

.