হাতে গুনে বাকি ৩ দিন, স্কুলে স্কুলে জোরকদমে চলছে স্যানিটাইজেশন
রাজ্য সরকারের নির্দেশ মতো আগামী ১২ তারিখ থেকে খুলছে সব বিদ্যালয়।
নিজস্ব প্রতিবেদন : আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল। ছোটদের ক্লাস এখনই চালু না হলেও, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হবে এখন। শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘোষণার পরই স্কুলে স্কুলে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। জোর কদমে চলছে স্যানিটাইজেশন পর্ব। এমনই ছবি ধরা পড়েছে জলপাইগুড়িতেও। এলাকার সমস্ত বিদ্যালয়গুলি স্যানিটাইজেশনের কাজ শুরু করে দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। করোনার কারণে প্রায় ১০ মাস বন্ধ ছিল স্কুল। এবার রাজ্য সরকারের নির্দেশ মতো আগামী ১২ তারিখ থেকে খুলছে সব বিদ্যালয়। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে পঠনপাঠন করতে পারবে।
সেই কারণেই জলপাইগুড়ি শহর ও শহরতলির বিভিন্ন উচ্চ বিদ্যালয়গুলির কক্ষগুলিকে পুরসভার পক্ষ থেকে স্যানিটাইজেশন করার কাজ শুরু হয়েছে। ছড়ানো হচ্ছে জীবাণুানশক। শ্রেণি কক্ষের পাশাপাশি বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকাও স্যানিটাইজ করা হচ্ছে। উঁচু ক্লাসগুলির ক্ষেত্রে বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হলেও, প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা আপাতত অনলাইনের মাধ্যমে পঠনপাঠন করবে।
আরও পড়ুন, ভোটে যোগ্য প্রার্থী পাচ্ছে না TMC: Rajib; গণনার পর ঘুমোতে পারবেন না: Kalyan