করোনা আবহেও থিমে চমক, 'ম্যান অব দ্য ম্যাচ আমরাই' বলছে সন্তোষ মিত্র স্কোয়ার

এ বছরের দুর্গাপুজোর থিম প্রকাশ করল কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। এ বছর তাঁদের থিম চার ধামের অন্যতম বদ্রীনাথ ধাম। 

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Sep 10, 2020, 06:31 PM IST
করোনা আবহেও থিমে চমক, 'ম্যান অব দ্য ম্যাচ আমরাই' বলছে সন্তোষ মিত্র স্কোয়ার
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: অন্যান্য বছরের চেয়ে এ বছর পুজোটা খানিকটা অন্যরকম। করোনা আবহে জাঁকজমক তুলনামূলক কম। তবে তার মধ্যেই এ বছরের দুর্গাপুজোর থিম প্রকাশ করল কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর তাঁদের থিম চার ধামের অন্যতম বদ্রীনাথ ধাম। 

আরও পড়ুন: স্থায়ী শিক্ষকের সমান বেতন আংশিক সময়ের শিক্ষকদেরও, নির্দেশ হাইকোর্টের

শিল্পী বিপ্লব রক্ষীতের হাত ধরে কলকাতার বুকেই তৈরি হবে হুবহু মন্দির। সঙ্গে থাকছে হিমালয়ের পার্বত্য আবহ। সব মিলিয়ে, এখানে এলেই মিলবে তীর্থযাত্রার স্বাদ। এমনিতেই মার্চের পর দেশে ট্রেন চলাচল বন্ধ। বন্ধ পর্যটন। ভ্রমণের স্বাদ থেকে তাই বঞ্চিত শহরবাসী। 

পুজো কমিটির তরফে জানানো হয়েছে সরকারি বিধিনিষেধ মেনেই পুজোর তোড়জোড় চলছে। তবে লোকাল ট্রেন চলাচল এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের ওপরই নির্ভর করছে  পুজোর জন সমাগম। তবে সব ফ্যাক্টর যদি ম্যাচ করে যায়, তাহলে এবারের ম্যান অফ দ্য ম্যাচ তাঁরাই, অন্তত এমনটাই দাবি করছেন পুজো উদ্যোক্তারা। 

Tags:
.