Saokat Molla |Nawshad Siddique: 'ভাঙরে দুই একটা নেতা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে', বিস্ফোরক শওকত

এদিন ভাঙরের ঘটকপুকুর হাই স্কুল মাঠে তৃণমূলের একটি কর্মীসভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, সহ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সভা থেকে নিজের দলের নেতাদের হুঁশিয়ারি দেয় শওকাত মোল্লা।

Updated By: Apr 25, 2024, 01:31 PM IST
Saokat Molla |Nawshad Siddique: 'ভাঙরে দুই একটা নেতা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে', বিস্ফোরক শওকত
নিজস্ব চিত্র

প্রসেনজিৎ সর্দার: ‘ভাঙরে দুই একটা নেতা আছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। যদি প্রমাণিত হয় সুদে আসলে কড়ায় গন্ডায় বুঝে নেবো’। কর্মী সভা থেকে নিজের দলের নেতাদের হুশিয়ারি দিলেন শওকত মোল্লা।

আর সেই  সভা চলাকালীন শওকত মোল্লা যখন বক্তব্য রাখছিলেন সেই সময় নওশাদ সিদ্দিকী ওই সভার সামনে দিয়ে যাচ্ছিলেন। আর নওশাদ গাড়ির মধ্যে দিয়ে হেসে বলেন আমার নাম নিচ্ছে শওকত মোল্লা। অন্যদিকে শওকত মোল্লা বলেন হুজুর এসে গিয়েছেন।

আরও পড়ুন: Malbazar: রুদ্ধশ্বাস! রাতের অন্ধকারে গাড়ির পিছনে ধাওয়া করে প্রচুর সেগুন কাঠ উদ্ধার বনকর্মীদের...

এদিন ভাঙরের ঘটকপুকুর হাই স্কুল মাঠে তৃণমূলের একটি কর্মীসভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, সহ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সভা থেকে নিজের দলের নেতাদের হুঁশিয়ারি দেয় শওকাত মোল্লা।

তিনি বলেন যে, ‘দুই একটা নেতা আছে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। যদি প্রমাণিত হয় আসলে করায়গন্ডায় বুঝে নেব। এটা যেনো মাথায় থাকে’।

এভাবে কর্মীসভা থেকে হুঁশিয়ারি দেন শওকত মোল্লা। এবং ওই সভাতে প্রায় ২০ জন আইএসএফ নেতা ও কর্মী তারা আইএসএফ ছেড়ে যোগ দেয় তৃণমূলে। আবার ওই দিনে পোলেরহাটেও ৫০ জন আইএসএফ কর্মী যোগ দেয় তৃণমূলে। এমনই দাবি করেন শওকত মোল্লা, খাইরুল ইসলাম সহ আহসান মোল্লা।

আরও পড়ুন: Kalyan Banerjee: 'মহিলারা ভালোভাবে নিচ্ছে না', কাঞ্চন মল্লিককে প্রচারের জিপ থেকে নামিয়ে দিলেন কল্যাণ!      

অন্যদিকে পোলেরহাটে তৃণমূল কংগ্রেসের সভা চলাকালীন নওশাদের বিরুদ্ধে যখন শওকত মোল্লা বক্তব্য রাখছিলেন, সেই সময় নওশাদ সিদ্দিকী ওই সভার সামনে দিয়ে যাচ্ছিলেন।

সেই সময় নওশাদ বলেন আমার নাম নিচ্ছে শওকত মোল্লা। অন্যদিকে শওকত মোল্লা বলেন হুজুর এসে গিয়েছে। আর এইভাবে যাদবপুর লোকসভা কেন্দ্রের পাখির চোখ করে ভাঙড় বিধানসভায় একের পর এক সভা করছে তৃণমূল ও বিরোধীরা। এবং একে অপরের বিরুদ্ধে নেতারা বক্তব্য রাখায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকভাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.