শাড়িপরা হিটলারি শাসনের বিরুদ্ধে যারা লড়তে চান তারা স্বাগত: সায়ন্তন; ধিক্কার জয়ের

কালীঘাট প্রাইভেট লিমিটেডের স্বেচ্ছাচারিতা, শাড়ি পড়া হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ লড়তে চান তিনি স্বাগত।

Updated By: Nov 25, 2020, 12:49 PM IST
শাড়িপরা হিটলারি শাসনের বিরুদ্ধে যারা লড়তে চান তারা স্বাগত: সায়ন্তন; ধিক্কার জয়ের

নিজস্ব প্রতিবেদন: নাম না করে মমতা ব্যানার্জিকে আক্রমণ সায়ন্তন বসুর। মালদায় তৃণমূল প্রসঙ্গে তিনি বলেন, '(ওদের) এখন মুষল পর্ব চলছে। কালীঘাট প্রাইভেট লিমিটেডের স্বেচ্ছাচারিতা, শাড়ি পড়া হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ লড়তে চান তিনি আমাদের দলে স্বাগত।' 

স্বভাবতই রাজ্য-রাজনীতি এ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে নানা রকম মন্তব্য ও প্রতি-মন্তব্য শোনা যাচ্ছে। 

সৌগত রায় যেমন সায়ন্তন-প্রসঙ্গে জানান, 'উনি বোধ হয় সেই ব্যক্তি যিনি নুসরতের কাছে হেরে গিয়েছেন। মমতা ব্যানার্জি তো সাত বারের এমপি। উনি একটু জিতুন-টিতুন, তারপর মমতা ব্যানার্জির সমালোচনা করবেন।' 

কলকাতার বুদ্ধিজীবী সমাজও সায়ন্তনের মন্তব্যকে খুব ভাল ভাবে নিচ্ছে না। সায়ন্তনের মন্তব্যের প্রেক্ষিতে কবি জয় গোস্বামী জানান, 'আমি এটুকু বলতে চাইছি, খুবই বিদ্বেষপ্রসূত (এই) মন্তব্য। মমতা বন্দ্য়োপাধ্যায় যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন আমরা দেখেছি, তিনি হাসপাতালগুলিতে ভিজিট করতেন। আমরা দেখেছি, জিনিসপত্রের দাম বাড়লে তিনি বাজারে গেছেন খোঁজ নিতে। বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষদের ডেকেও তাদের চিকিৎসা সংক্রান্ত নানা জরুরি নির্দেশ দিয়েছেন। স্কুলে সাইকেল দিয়েছেন। তিনি যেভাবে কাজ করেছেন, তার কোনও তুলনা হয় না। মনে হয় না কেউ এ ভাবে আগে কাজ করেছেন। আমি  (সায়ন্তনের) এই মন্তব্যকে ধিক্কার জানাচ্ছি।'

মোট কথা, ভোটের আগে বাংলার মাটি যে তেতে উঠছে, প্রতিদিনই তা একটু-একটু করে বোঝা যাচ্ছে। 

আরও পড়ুন: রাজ্যে গত একদিনে করোনার শিকার ৪৯, সামান্য বাড়ল সুস্থতার হার

.