জামের রঙে আম!
এটি ঠিক কোন আমের প্রজাতি...
নিজস্ব প্রতিবেদন: লাল-হলুদ কিংবা সবুজ নয়, আমের রঙ বেগুনী। বর্ধমানের এই আমের ফলনেই শোরগোল গোটা গ্রামে।
আরও পড়ুন- ব্লাউজ-বিভীষিকা! বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, মৃত স্বামী, কারণ শুনলে অবাক হবেন
পূর্ব বর্ধমানের সড্ডা গ্রামের অমিয় কোঙারের বাড়িতেই এই অদ্ভূত বেগুনী রঙের আমের ফলন হচ্ছে। কৌতূহলী মানুষজন বেগুনী রঙের আম দেখতে হাজিরও হচ্ছেন কোঙার বাড়িতে। গাছের মালিক অমিয় কোঙার জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, তিন বছর ধরে এমন আমের ফলন দেখতে পাচ্ছেন তিনি। তবে এটি ঠিক কোন আমের প্রজাতি তা নিয়ে কিছুই জানাতে পারেননি অমিয়বাবু। তবে তিনি জানিয়েছেন, বাইরে থেকে বেগুনী হলেও পাকলে হিমসাগর কিংবা অন্য প্রজাতির মতোই হয় দেখতে হয় এই আম।
আরও পড়ুন- রাজ্যে মমতার উত্তরাধিকারী বেছে নিল তৃণমূল নেতৃত্ব
উল্লেখ্য, বিশেষজ্ঞদের অনেকেরই মত জাম এবং আমের মিশ্রণের ফলেই এই ধরনের বিরল ফলন পাওয়া সম্ভব হচ্ছে। এই আমের ফলন উত্তরপ্রদেশেও দেখা গিয়েছে।
Purple color Mangos which can control Diabetes..created with combination of Mango and Indian blackberry (Jamun) by farmers of UttarPradesh . Agricultural activities picking up enthusiasm again under @myogiadityanath govt. pic.twitter.com/EeFpbFRYpI
— MAHESH BHATT (@MaheshBhatt2016) March 6, 2018