ভাঙল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ, দেখে নিন ভেঙে পড়ার মুহূর্তের ভিডিয়ো

ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে যাওয়ার আশঙ্কা।  

Updated By: Jan 4, 2020, 10:40 PM IST
ভাঙল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ, দেখে নিন ভেঙে পড়ার মুহূর্তের ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: নভেম্বরে বর্ধমানে স্টেশনের ফুটব্রিজে পদপিষ্ট হয়ে জখম হয়েছিলেন অন্তত ১৫ জন যাত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার ঠিক ৮টা ১৫ মিনিট নাগাদ ভেঙে পড়লব স্টেশনের মূল ভবনের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ২ জন আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দেখে নিন ভেঙে পড়ার মুহূর্তের ভিডিয়ো -

হোপনা টুডু নামে এক যাত্রীর অবস্থা গুরুতর। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে চিকিত্সা। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। এখনও উদ্ধারকাজ শুরু হয়নি। ধ্বংসস্তূপ সরালে বোঝা যাবে কত জন আটকে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ আটকে নেই। কারণ ভেঙে পড়ার আগে ধুলো-বালি ঝরে পড়েছিল। সর্তক হয়ে সেখান থেকে সরে দাঁড়ান যাত্রীরা। রেলের আধিকারিক অবশ্য আগে থেকে নিশ্চিত করে কিছু বলতে নারাজ।   

নভেম্বরে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের ফুটব্রিজে পদপিষ্টের ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ১৫ জন। ডাউন পূর্বা এক্সপ্রেস ও আপ পুরুলিয়া লোকালের যাত্রীদের মধ্যে তাড়াহুড়োর জেরে ফুটব্রিজে ব্যাপক ধাক্কাধাক্কা শুরু হয়। পড়েন যান বহু যাত্রী।    

আরও পড়ুন- NRC-CAA নিয়ে বিরোধিতার মধ্যেই জানুয়ারিতে ২ দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

.