আত্মসমর্ণণ করে পুলিসকে সাহায্য শেখ ছোট্টুর

শুধু আত্মসমর্পণ করেই ক্ষান্ত নয় শেখ ছোটু। অপরাধের প্রমাণ যাতে লোপাট না হয়, তা নিশ্চিত করতেও সচেষ্ট তিনি। শ্রীরামপুর থানা সূত্রে খবর, শেখ ছোটুই পুলিসকে জানায় জোয়ারে দেহ ভেসে যেতে পারে। তাই দ্রুত গিয়ে উদ্ধার করতে হবে।

Updated By: Jul 6, 2017, 04:38 PM IST
আত্মসমর্ণণ করে পুলিসকে সাহায্য শেখ ছোট্টুর
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : শুধু আত্মসমর্পণ করেই ক্ষান্ত নয় শেখ ছোটু। অপরাধের প্রমাণ যাতে লোপাট না হয়, তা নিশ্চিত করতেও সচেষ্ট তিনি। শ্রীরামপুর থানা সূত্রে খবর, শেখ ছোটুই পুলিসকে জানায় জোয়ারে দেহ ভেসে যেতে পারে। তাই দ্রুত গিয়ে উদ্ধার করতে হবে।

আরও পড়ুন- অবৈধ সম্পর্ক সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

তারপর শেখ ছোটুকে নিয়ে গিয়েই দেহ উদ্ধার করে পুলিস। প্রতিবেশীরা জানিয়েছেন, বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে স্ত্রীকে সন্দেহ করত ছোটু। দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। গতরাতেও স্বামী স্ত্রীর হাতাহাতি হয়। সাবানা ছোটুর চোখের কোণে আঘাত করে। তারপর কেবলের তার গলায় পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে সে। সাবানার পরিবারের অভিযোগ, পণের দাবিতে স্ত্রীর ওপর অত্যাচার করত শেখ ছোটু।

.