হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিসি অভিযান নিয়ে উত্তজনা বাঁকুড়ায়

ফের হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিসি অভিযানে উত্তজনা ছড়াল বাঁকুড়ায়। অন্তঃসত্বা মহিলাকে মারধরের অভিযোগে রণক্ষেত্র স্টেশন মোড় এলাকা। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিস।

Updated By: Jul 6, 2017, 03:39 PM IST
হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিসি অভিযান নিয়ে উত্তজনা বাঁকুড়ায়
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের হেলমেট বিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিসি অভিযানে উত্তজনা ছড়াল বাঁকুড়ায়। অন্তঃসত্বা মহিলাকে মারধরের অভিযোগে রণক্ষেত্র স্টেশন মোড় এলাকা। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিস।

আরও পড়ুন- বাঁকুড়া শহরে গাড়ি ঢুকলেই এখন থেকে দিতে হবে প্রবেশ কর

সকালে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী শুভদীপ দে-র সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন ওই শিপ্রা দে। স্টেশন মোড়ে তাঁদের পথ আটকায় কর্তব্যরত পুলিসকর্মী। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তখনই তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ দে দম্পতির। তাঁদের আরও দাবি, দুজনের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও পুলিস তাঁদের অযথা হয়রান করে। ট্রাফিক পুলিসের এই আচরণে স্থানীয়দের মদ্যেও উত্তেজনা ছড়ায়। তাঁরাও দম্পতির পক্ষ নিয়ে প্রতিবাদে সামিল হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও পুলিসের তরফে দাবি করা হয় যে ওই দম্পতির মাথায় হেলমেট না থাকায় তাঁদের থামতে বলা হয়েছিল।

.