ভাড়া না বাড়ালে অনশন, রাজ্যপালকে চিঠি বেসরকারি বাসমালিকদের

সংগঠনের দাবি, এই মর্মে এর আগেও রাজ্যপালকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। লাভ হয়নি। তাই এবার নিজেদের আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত বাস মালিক সংগঠনের।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Aug 18, 2020, 07:07 PM IST
ভাড়া না বাড়ালে অনশন, রাজ্যপালকে চিঠি বেসরকারি বাসমালিকদের

নিজস্ব প্রতিবেদন : একদিকে বাড়তে থাকা জ্বালানির খরচ। অন্য দিকে করোনা পরিস্থিতি। এমন অবস্থায় ভাড়া বৃদ্ধির দাবিতে এবার অনশনের হুমকি দিলেন রাজ্যের বেসরকারি বাল মালিকদের সংগঠন।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্য ব্যাপী অনশনে বসতে চলেছেন বেসরকারি বাস মালিকরা। কলকাতার মেট্রো চ্যানেলের পাশাপাশি রাজ্যের সব কটি জেলার জেলাশাসক অফিসের সামনে অনশনে বসার ডাক দেওয়া হয়েছে। আজ রাজ্যপাল জগদিপ ধনখড়কে তাঁরা চিঠি দিলেন। এই চিঠিতে একযোগে রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির জন্য আবেদন করার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যপাল মারফত কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করার আর্জি রয়েছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সংগঠনের সম্পাদক তপন ব্যানার্জি জানান, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি না করে আর লোকসান বহন করা অসম্ভব। সংগঠনের দাবি, এই মর্মে এর আগেও রাজ্যপালকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। লাভ হয়নি। তাই এবার নিজেদের আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত বাস মালিক সংগঠনের। জেলাগুলির দেওয়া মতামতের ভিত্তিতে অনশনের নির্দিষ্ট তারিখ ঠিক হবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন : PM-CARES-এর টাকায় ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হয়েছে: রবিশঙ্কর প্রসাদ
 

.