Singur Andolan Local: তুলে নেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল, নববর্ষের সকালে তারকেশ্বর লোকাল অবরোধের ডাক
Singur Andolan Local: সিঙ্গুরের বিধায়ক জানান, পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেন
বিধান সরকার ও নির্মল পাত্র: সিঙ্গুর কৃষি জমি আন্দোলন কে স্মরণীয় রাখতে চালু হয়েছিল সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন। সিঙ্গুর স্টেশন থেকে সকাল ৮ টা ১২ মিনিটে ছেড়ে হাওড়া যাতায়াত করত। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন চালু করেছিলেন। কিন্তু নতুন বছর থেকে এই ট্রেন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। আর তারই প্রতিবাদে আজ সকালে সিঙ্গুর ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান-বিক্ষোভে সামিল হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না-সহ তৃণমূল নেতৃত্ব ও রেল যাত্রীরা।
আরও পড়ুন-ইয়েমেনে মৃত্যদণ্ড কেরালার নার্সকে, এখন 'ব্লাড মানি'-র সুতোয় ঝুলছে প্রাণ
সিঙ্গুরের বিধায়ক জানান, পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বাচ্ছন্দের সঙ্গে রেলে যাতায়াত করতে পারতেন তাঁরা। পূর্ব রেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।
আগামিকাল সকালে সবাইকে সিঙ্গুর স্টেশনে হাজির হওয়ার জন্য ডাক দেন মন্ত্রী বেচারাম মান্না। আজ বিকালে এর প্রতিবাদে মিছিল হবে। মন্ত্রীর দাবি, রেলের এই হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেনকে আটকে দেওয়া হবে। দাবি, এই ট্রেনটিকে পুনরায় সিঙ্গুর থেকে আন্দোলন লোকাল ট্রেন নাম করে সিঙ্গুর স্টেশন থেকে হাওড়া অভিমুখে পাঠানো হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,যাত্রীদের চাহিদা আছে সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)